ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

প্রকাশিত: ০৬:০৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে। আক্রমণভাগে জায়গা পেয়েছেন মাহবুবুর রহমান সুফিল, নাবীব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া ও জাবেদ খান। তবে গত আসরে দলের হয়ে সর্বোচ্চ দুটি গোল করা শাখাওয়াত হোসেন রনি বাদ পড়েছেন। সর্বশেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে এক গোল করেছিলেন সুফিল। গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া দলের মোট তিন গোলের মধ্যে বাকি দুটি করেছিলেন ডিফেন্ডার তপু বর্মন। তপুর সঙ্গে রক্ষণভাগে ঠাঁই পেয়েছেন চেনামুখ ওয়ালী ফয়সাল, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশারা। দলে নেই অভিজ্ঞ ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপপর্বে স্বাগতিকদের অপর দুই প্রতিপক্ষ ফিলিপিন্স ও লাওস। ‘এ’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন নেপালের সঙ্গী ফিলিস্তিন ও তাজিকিস্তান। আগামী ১ অক্টোবর শুরু হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হবে ১২ অক্টোবর। আগামী সোমবার লাওসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। চূড়ান্ত দল ॥ আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, রাসেল মাহমুদ, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ওয়ালী ফয়সাল, রহমত মিয়া, ইয়াসিন খান, মামুনুল ইসলাম, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভুঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, ইমন মাহমুদ, রবিউল হাসান, জাফর ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল, নাবীব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া ও জাবেদ খান।
×