ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদক কারবারি দম্পতি আটক

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮

মাদক কারবারি দম্পতি আটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলায় একটি ওয়ান শূটারগান, এক রাউন্ড কার্তুজ, এক বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে আটক হয়েছে চিহ্নিহ্নত মাদক কারবারি দম্পত্তি মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী রূপা বেগম (৩৫)। র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা বুধবার মধ্যরাতে উপজেলা শহরের ছোটরাউতা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। মিজানুর রহমান ওই গ্রামের মৃত রিয়াজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের কমান্ডার মেজর এটিএম নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। সূত্রমতে মিজানুর রহমানের নামে ডোমার থানায় অস্ত্র ও মাদকসহ ১৩টি এবং রূপা বেগমের নামে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তারা আদালত থেকে জামিনে আছেন। গড়াইয়ে নৌকাবাইচ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ সেপ্টেম্বর ॥ আনন্দঘন পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার বিকেলে শ্রীপুর উপজেলার গড়াই নদীতে শেখ রাসেল গোল্ডকাপ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। চৌগাছী ঘষিয়াল গড়াই নদীর ভাঙ্গন রোধ কমিটির আয়োজন করে। এতে মাগুরা ছাড়া পার্শ্ববর্তী কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে ৫টি বাইচ নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় লালন শাহ নৌকা ও হোসেন নৌকা যৌথভাবে প্রথম ও হীরার তরী নৌকা দ্বিতীয় স্থান লাভ করে। প্রতিযোগতিা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) নজরুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই সময় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মেজর জেনালে (অব) এটিএম আব্দুল ওয়য়াহাব এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোঃ রেজোয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
×