ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

যুবলীগ নেতাসহ নিহত আট

প্রকাশিত: ০৫:৫১, ২৮ সেপ্টেম্বর ২০১৮

যুবলীগ নেতাসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে যুবলীগ নেতা, রূপগঞ্জে যুবক, গোপালগঞ্জে গৃহবধূসহ তিন, চট্টগ্রামে আরোহীসহ দুই এবং শরীয়তপুরে নারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রংপুর/টাঙ্গাইল রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক এইচএম রাশেদুন্নবী জুয়েল (৩৯) বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা গেছে, বুধবার রাতে রংপুর থেকে পাজেরো গাড়িতে করে তারা ৫ জন ঢাকায় যাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভূয়াপুর লিংক রোড এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে গাড়িতে থাকা জুয়েল নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা অপর চার সহযাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক ও পাজেরো জিপ জব্দ করেছে পুলিশ। পলাতক রয়েছে ট্রাকের চালক ও হেলপার। রংপুর মহানগরের মুন্সীপাড়ায় তার জন্ম। পিতা মোয়জ্জেম হোসেন বাবলু। তার এক পুত্র সন্তান ও ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে। রূপগঞ্জ কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মিলন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করেন। এসময় প্রায় ৩০ থেকে ৪০টি যানবাহন ভাংচুর করা হয়। অবরোধের ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কর্ণগোপ এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত মিলন মিয়া উপজেলার মাহমুদাবাদ টঙ্গীরঘাট এলাকার আজগর ফকিরের ছেলে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে মাহমুদাবাদ টঙ্গীরঘাট এলাকার নিজ বাড়ি থেকে বন্ধু আব্দুল হাইকে নিয়ে তেল ক্রয়ের জন্য মোটরসাইকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে দিয়ে রংধনু পাম্পে যান। তেল ক্রয় করে বাড়িতে ফিরে আসার পথে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। তার বন্ধু আব্দুল হাই আহত হন। আহত আব্দুল হাইকে স্থানীয় ইউএসবাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে ঘণ্টাব্যপী অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণসহ পথচারীরা। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে-শুনিয়ে শান্ত করেন। গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূসহ তিনজন নিহত ও ৩২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে মুকসুদপুর ও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৫০), কোটালীপাড়া উপজেলার মোকসেদ আলীর ছেলে সবেদ আলী (৫৫) ও বাগেরহাট জেলার হাসেম আলীর ছেলে বাসের হেলপার সাইফুল ইসলাম (১৮)। জানা গেছে, সকালে মুকসুদপুর-বরইতলা সড়কের শিশুতলা মোড়ে একটি যাত্রীবাহী লোকালবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাসংলগ্ন একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ২০ যাত্রী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মরিয়ম বেগমকে মৃত ঘোষণা করেন। এছাড়া, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে ভোজরগাতী এলাকায় আরেকটি যাত্রীবাহী লোকালবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর আহত বাসের হেলপার সাইফুলকে খুলনা নেয়ার পথে মারা যায় এবং কিছুক্ষণ পর গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবেদ আলী মারা যান। চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে দুর্ঘটনায় এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। রেসিংয়ে লিপ্ত দুই প্রাইভেটকারের মাঝখানে পড়ে তার মৃত্যু হয়। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া নগরীর অক্সিজেন এলাকায় ডেম্যু ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরের দিকে। জানা যায়, নিহত অভিজিৎ দত্ত অভি (৩০) একজন ব্যবসায়ী। তার বাড়ি বোয়ালখালী উপজেলার গোমদন্ডি দত্তপাড়া এলাকায়। নগরীর চৌমুহনীতে অবস্থিত কর্ণফুলী মার্কেটে তার একটি মোবাইল সার্ভিসের দোকান রয়েছে। বুধবার রাত ১১টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে বেপরোয়া গতির দুটি প্রাইভেটকারের মাঝখানে তিনি দুর্ঘটনায় পতিত হন। কারের ধাক্কায় ছিটকে পড়ে মোটরবাইক। এতে গুরুতর আহত হন অভিজিৎ। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর অক্সিজেন এলাকায় ডেম্যু ট্রেনে কাটা পড়ে প্রায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ট্রেনটি নাজিরহাটের দিকে যাচ্ছিল। নিহত এ ব্যক্তির পরিচয় জানা যায়নি। শরীয়তপুর বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর-মাদারীপুর সড়কে সদর উপজেলার কাশাভোগ তালুকদার বাড়ির কাছে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় সুমী আক্তার (২৫) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত সুমী আক্তার শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামের আনোয়ার হোসেন ব্যাপারীর স্ত্রী। স্থানীয় লোকজন ট্রাকসহ চালক শাহজাহানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
×