ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভাল মানুষ হোন ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভাল মানুষ হোন ॥ রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে। ভাল মানুষ হতে হবে। আর নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতার যুগে চাকরিসহ যে কোন ক্ষেত্রে টিকে থাকতে ভাল করে পড়াশুনা করার পরামর্শ দেন। এ জন্য রাষ্ট্রপতি অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষকম-লীদেরও আরও বেশি পড়াশোনা করতে বলেছেন। তিনি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ জন্মভূমি হাওড় অধ্যুষিত মিঠামইনে তার বাবার নামে প্রতিষ্ঠিত হাজী তায়েবউদ্দিন স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অনুষ্ঠানস্থলের বিদ্যাপীঠ প্রতিষ্ঠাকালের ইতিহাস তুলে ধরে বলেন, ছাত্র রাজনীতি থেকে দেখে এসেছি হাওড়ে পড়াশোনার জন্য তেমন বিদ্যাপীঠ ছিল না। এক পর্যায়ে এলাকার গণ্যমান্যদের সঙ্গে পরামর্শ করে মিঠামইনে স্কুল প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিই। পরে হাজী তায়েবউদ্দিন স্কুল প্রতিষ্ঠার পর জেলার নিকলীর একজন প্রধান শিক্ষককে খুঁজে বের করে তাকে এখানে যোগদানের অনুরোধ জানাই। তিনি এখানে আসায় স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এ সময় রাষ্ট্রপতি স্কুল প্রতিষ্ঠাকালে যারা সহযোগিতা করেছেন তাদের স্মৃতিচারণ করেন।
×