ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাফ ফুটবল খেলতে ভুটানে মারিয়া-মৌসুমীরা

প্রকাশিত: ০৭:০৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

সাফ ফুটবল খেলতে ভুটানে মারিয়া-মৌসুমীরা

স্পোর্টস রিপোর্টার ॥ সাফল্যের সন্ধানে ভুটানের রাজধানী থিম্পু পৌঁছেছে বাংলাদেশ অনুর্ধ-১৮ মহিলা ফুটবল দল। সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপ ফুটবলে অংশ নিতে বুধবার ঢাকা থেকে থিম্পুতে যান মারিয়া, মৌসুমীরা। প্রথমবারের মতো আয়োজিত এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনছে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। শুক্রবার শুরু হবে ছয় জাতির এই আসর। প্রথমে সাত দেশ থাকলেও কিছুদিন আগে নাম প্রত্যাহার করে নেয় শ্রীলঙ্কা। সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে নতুন টুর্নামেন্ট। গত আগস্টে এই থিম্পুতেই বাংলাদেশের মেয়েরা খেলে এসেছে সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ। তিন মাসের মধ্যে পাহাড়ী দেশটিতে আরেকটি মিশন শুরু হচ্ছে বাংলাদেশের নারী ফুটবলারদের। টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে ৬ দেশ। বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে নেপাল ও পকিস্তানের সঙ্গে। ‘এ’ গ্রুপের দল ভারত, ভুটান ও মালদ্বীপ। গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে আগামী রবিবার। দ্বিতীয় ম্যাচ নেপালের বিরুদ্ধে ২ অক্টোবর। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক ভুটান। দেশ ছাড়ার আগে টুর্নামেন্টে ভাল করার প্রত্যয়ের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক ও কোচ। অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী বলেন, আমরা সবার কাছে দোয়া চাই। আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। এরপর ফাইনালে গেলে চ্যাম্পিয়ন হতে চাই। কোচ ছোটন বলেন, ধাপে ধাপে এগিয়ে সেরা সাফল্যের লক্ষ্যে খেলবে মেয়েরা। থিম্পুতে বেশিরভাগ মেয়েরই খেলার অভিজ্ঞতা আছে। আশাকরি এটা কাজে দেবে।
×