ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছেন ॥ এমিলি

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

শেখ হাসিনা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছেন ॥ এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি গার্ড, মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ মোঃ মহিউদ্দিন বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষার কোন ক্ষয় নেই। আমরা জানি, শহীদের রক্তের চেয়েও পবিত্র বিদ্বানের কলমের কালি। শিক্ষার মাধ্যমেই দেশ উন্নত হয়। বুধবার দুপুরে জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় লৌহজং উপজেলার মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পরিষদের আয়োজনে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। তিনি বলেন, আমাদের বিপুল জনসংখ্যা - আর এ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন, আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত ও সমৃদ্ধ করে চলেছেন। তিনি অনেক রকমের ভাতা চালু করেছেন। তিনি কৃষক, শ্রমিক বিশেষ করে নারীদের বেশি ভালবাসেন। কাজেই শেখ হাসিনা সামনে ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে চলে যাবে। অতএব আপনারা পাশে থেকে তার হাতকে শক্তিশালী করবেন। লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন বিশেষ অতিথি লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, জেলা পরিষদের সদস্য আকলিমা বেগম প্রমুখ।
×