ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

প্রকাশিত: ০৬:২৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। বিগত বছরের ধারাবাহিকতায় পর্যটন বিচিত্রার আয়োজনে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর সার্বিক সহযোগিতায় এই মেলা হবে বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ.কে.এম শাহজাহান কামাল ও সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ফারুক খান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, আখতারুজ জামান খান কবির, ঢাকাস্থ ফিলিপিন্স রাষ্ট্রদূত ভিসিনেট ভিভিনসিও টি বান্ডিলো ও ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত মিসেস রিনা পি.সওইমারনোসহ পর্যটন শিল্পের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এ উপলক্ষে এক সংবাদ সন্মেলনে এশিয়ান ট্যুরিজম ফেয়ার এর আহ্বায়ক ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল জানান, এবারের মেলায় ১২০টি স্টলে অংশগ্রহণ করবে বাংলাদেশসহ ভারত, নেপাল, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুরের বিভিন্ন পর্যটন সংস্থা। আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিমপার্কসহ বিনোদনের আরও অনেক প্রতিষ্ঠান। তিনি বলেন, মেলায় বৈচিত্র্যময় আয়োজন থাকবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স-এর আয়োজনে পর্যটন বিষয়ক সেমিনার, শিশুদের জন্য ‘নদীমাতৃক বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। টেকসই পর্যটন বিষয়ে আলোচনার পাশাপাশি থাকবে বিজনেস টু বিজনেস মিটিং। মেলার প্রথম ও দ্বিতীয় দিন বিকেলে রয়েছে বাংলাদেশ, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ার পর্যটন বিষয়ক প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলার মাধ্যমে পর্যটন শিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মাঝে তুলে ধরার প্রচেষ্টা থাকবে। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড থেকে মেলার ভেন্যু পর্যন্ত ফ্রি শার্টেল বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে।
×