ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে দুর্ঘটনা পরবর্তী কার্যক্রমের ওপর কর্মশালা

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০১৮

বিমানবন্দরে দুর্ঘটনা পরবর্তী কার্যক্রমের ওপর কর্মশালা

বিমান বন্দরে বিমান দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবেলার ওপর দিনব্যাপী কর্মশালা সোমবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ সাঈদ হোসেন এ কর্মশালার উদ্বোধন করেন। খবর বাসস’র। এ কর্মশালার লক্ষ্য সম্মিলিতভাবে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে বিমান বন্দরে বড় ধরনের বিমান দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম ব্যবস্থাপনা করা এবং বাধাসমূহ যৌথভাবে সমাধান করা। বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় সোমবার বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির ভাষণে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, বিমান বন্দরে বিমান দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার বিষয়ে পেশাগত মান উন্নয়নের উদ্দেশে আয়োজিত এই কর্মশালার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, এ কর্মশালায় বাংলাদেশ বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সদস্যগণ অংশগ্রহণ করেন।
×