ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি ॥ চবি শিক্ষক কারাগারে

প্রকাশিত: ০৫:২৪, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি ॥ চবি শিক্ষক কারাগারে

চবি সংবাদদাতা ॥ ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাইদুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় সোমবার তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক মাইদুল ইসলামের আইনজীবী দুলাল লাল ভৌমিক। তিনি জনকণ্ঠকে জানান, হাটহাজারী থানায় জুলাই মাসে চবি শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। গত ৬ আগস্ট বিচারপতি ইনায়েতুর রহিম ও মোঃ মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ তাকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। উচ্চ আদালতের আদেশে তার ওপর নিম্নœ আদালতে আত্মসমর্পণের নির্দেশনা ছিল। জামিনের মেয়াদ শেষে তিনি সোমবার চট্টগ্রামের বিচারিক আদালতে আত্মসমর্পন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য ইফতেখারুল ইসলাম।
×