ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে বিধবার বাড়িতে হামলা ॥ অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৪:০০, ২৩ সেপ্টেম্বর ২০১৮

লালমনিরহাটে বিধবার বাড়িতে হামলা ॥ অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২২ সেপ্টেম্বর ॥ আদিতমারী উপজেলায় তিস্তা নদীর ভাঙ্গনে গৃহ হারিয়ে দেবরের পৈত্রিক জমিতে তৈরি করা বাড়িটিও আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া চৌরাহা গ্রামের মৃত ইসমাইলের বিধবা স্ত্রী সালমা বেগমের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, বসত ভিটা হারিয়ে তিস্তা নদীর দ্বীপ চর আরাজি ছালাপাক গুচ্ছগ্রামের বসবাস করতে ইসমাইল সালমা দম্পতি। কয়েক বছর পর সরকারীভাবে পাওয়া গুচ্ছগ্রামের বসতবাড়ি নদীতে বিলীন হলে অন্যের জমিতে মাথা গোজার ঠাঁই করেন তারা। এরপর স্বামী ইসমাইলের মৃত্যুতে একাকী হয়ে পড়েন বিধবা সালমা বেগম। গত বছর পুনরায় তিস্তার ভাঙ্গনে ভিটেমাটি হারান সালমা বেগম। এরপর একই এলাকার চৌরাহা গ্রামের দেবর ইচাহাক আলীর জমিতে একটি কুঁড়েঘর ও এক ছায়লা টিনের ঘরে সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন বিধবা সালমা বেগম। সেই জমি দীর্ঘদিন ধরে জবর দখলে চেষ্টা করছে পাশের হাজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মহিষখোচা ইউনিয়ন একটি রাজনৈতিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক। জমিটি নিয়ে উভয় পক্ষই আদালতে মামলা করে। কাজের সন্ধানে সন্তানরা ঢাকায় গেলে একা থাকেন বিধবা সালমা। এ সুযোগে শুক্রবার বেলা ১১টার দিকে আব্দুল মালেক সরকার শতাধিক বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হঠাৎ বিধবা সালমার বসত বাড়িতে হামলা চালিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর দুর্বৃত্তরা বাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ঘর দুইটি ভস্মীভূত হয়েছে বলে অভিযোগ করেন বিধবা সালমা বেগম।
×