ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমরা চ্যাম্পিয়নদের মতোই খেলছি ॥ সাজেদা

প্রকাশিত: ০৬:৫৪, ২০ সেপ্টেম্বর ২০১৮

আমরা চ্যাম্পিয়নদের মতোই খেলছি ॥ সাজেদা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘যেই রইদ উঠছে, আর এত্ত গরম ছিল, তারপরও আমরা চেষ্টা করছি ভাল খেলার জন্য।’ অতি নিরীহ একটি বাক্য। কিন্তু বাক্যটি শুনে পোস্ট-ম্যাচ কনফারেন্সে উপস্থিত সাংবাদিকরা হেসে ফেললেন। সবাইকে নির্মল বিনোদন দেয়া বাক্যটির বক্তার নাম সাজেদা খাতুন। গ্রামের বাড়ি ময়মনসিহের ধোবাউড়ার কলসিন্দুরে। বাবা কৃষক। সংসারে আরও আছে তিন ভাই এক বোন। সাজেদার ছোট এক ভাই আছে। পাঠক নিশ্চয়ই চিনতে পারছেন না এ কোন্ সাজেদার কথা বলছি। এ হচ্ছে সেই সাজেদা, যে কিনা বুধবার বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় নারী দলের হয়ে জোড়া গোল করে লেবাননের বিরুদ্ধে। কৃষ্ণকলি কিশোরীটির কথা শুনলেই বোঝা যায় বড়ই সরলমনা প্রকৃতির সে। এই যেমন পরিবারের সম্পর্কে জানতে চাইলে অকপটে বলল, ‘বড় বোনের বিয়ে দিয়া দিছি। আরেকটা ভাইয়েরা বিয়ে করাইছে।’ এমনভাবে কথাটা বলল, যেন বড় বোনের বিয়ে সে নিজেই দিয়েছে! বুধবারের ম্যাচের শুরুতেই তাকে একাদশে রাখেন কোচ ছোটন। এতদিন তাকে দেখা গেছে বদলি হিসেবে মাঠে নামতে। এদিন আনুচিং মগিনির পরিবর্তে খেলতে নেমেই দুই গোল। ‘কোচ স্যার আমাকে সুযোগ দিছে, এই জন্যই শুরুর একাদশে খেলছি। আমার চেষ্টা আছে শুরুর একাদশ জায়গাটা ধইরা রাখনের।’ তবে আরও অনেক সুযোগ নষ্ট না করলে নামের পাশে কমপক্ষে পাঁচ গোল লেখা থাকতো সাজেদার। এ প্রসঙ্গে তার চটপট উক্তি, ‘টিম জিতছে, এজন্য অনেক খুশি হইছি। যেই রইদ উঠছে, আর এত্ত গরম ছিল, তারপরও আমরা চেষ্টা করছি ভাল খেলার জন্য।’ ম্যাচে অনেক চেষ্টা করেও হ্যাটট্রিক করতে পারেনি ১২ নম্বর জার্সিধারী সাজেদা। ‘চেষ্টা করছি হ্যাটট্রিক করতে। কিন্তু পারি নাই। অনেক কষ্ট করছি। গোল তো ভাগ্যের ব্যাপার। যার কপালে গোল লেখা আছে, তারই গোল হইব। এখন চেষ্টার পরও যদি গোল না আসে তাহলে কি করমু!’ ৮-০ গোলে জেতার প্রত্যাশা কি ছিল সাজেদার? না। ‘এত বড় জয় আশা করি নাই। জয়টাই আমাদের প্রত্যাশা ছিল। লেবানন কঠিন টিম, জিততেই হবে, এইটাই আমাদের মূল চাওয়া ছিল।’ এত গরমের মধ্যে খেলা প্রসঙ্গে সাজেদার ভাষ্য, ‘গরম নিয়া চিন্তা নাই। ১৭ দিন পর্যন্ত এই মাঠে দুপুর ১২টা থেকে প্র্যাকটিস করছি।’ আন্তর্জাতিক ফুটবলে এখনও কোন হ্যাটট্রিকের অধিকারী না হওয়া সাজেদা বুধবার অনেক গোল মিস করে। ‘না, আমি নার্ভাস ছিলাম না। কোচ বলছে তুমি প্রথম থেকেই খেলবে। তোমাকে ভাল করতে হবে। অপর এক প্রশ্নের জবাবে সাজেদার উত্তর, ‘আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। আমরা চ্যাম্পিয়নের মতোই খেলতেছি।’ এখন দেখার বিষয়, পরের ম্যাচে কেমন খেলে সরলমনা সাজেদা।
×