ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এ্যানফিল্ডে লিভারপুল-পিএসজি মহারণ

প্রকাশিত: ০৬:৪১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

এ্যানফিল্ডে লিভারপুল-পিএসজি মহারণ

জাহিদুল আলম জয় ॥ আবারও দুয়ারে চলে এসেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। আজ রাত থেকে শুরু হচ্ছে ২০১৮-১৯ মৌসুমের খেলা। মোট আট গ্রুপে বিভক্ত হয়ে ৩২ দল প্রতিদ্বন্দ্বিতা করছে। শুরুর দিনে ‘এ’ থেকে ‘ডি’ গ্রুপের দুটি করে মোট আট ম্যাচ মাঠে গড়াবে। উদ্বোধনী দিনেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ফরাসী পরাশক্তি প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। লিভারপুলের মাঠ এ্যানফিল্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ‘সি’ গ্রুপের এই ম্যাচে দেখা হয়ে যাচ্ছে দুই ব্রাজিলিয়ান নেইমার ও রবার্টো ফিরমিনোর। নেইমার পিএসজি ও ফিরমিনো লিভারপুলের হয়ে খেলবেন। গ্রুপের আরেক ম্যাচে লড়বে সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড ও ইতালির নেপোলি। ‘ডি’ গ্রুপের দুই ম্যাচে মুখোমুখি হচ্ছে তুরস্কের গালাতাসারে-লোকোমোটিভ মস্কো এবং জার্মানির শালকে জিরো ফোর-পর্তুগালের এফসি পোর্তো। ‘এ’ গ্রুপের দুই ম্যাচে লড়বে বেলজিয়ামের ক্লাব ব্রুগে-জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড এবং ফ্রান্সের মোনাকো ও স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ। পিএসজি-লিভারপুলের ম্যাচের মতো বার্সিলোনার ম্যাচের দিকেও দৃষ্টি থাকবে ফুটবল দুনিয়ার। ‘বি’ গ্রুপের ম্যাচে লিওনেল মেসির দল হল্যান্ডের আইন্দহোভেনের বিপক্ষে খেলবে। ঘরের মাঠ ন্যুক্যাম্পে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামছে কাতালানরা। আরেক ম্যাচে মিলানের সান সিরোতে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে স্বাগতিক ইন্টার মিলান। গত মাসে চ্যাম্পিয়ন্স লীগের ২০১৮-১৯ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয় ফ্রান্সের মোনাকোতে। এতে দুই স্প্যানিশ পরাশক্তির মধ্যে বার্সিলোনা কিছুটা কঠিন গ্রুপে পড়লেও অপেক্ষাকৃত সহজ গ্রুপে জায়গা হয়েছে সবশেষ তিন আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ড্র’র পর প্রতিটি গ্রুপ নিয়ে চুলচেলা বিশ্লেষণ চলছে। এখানে বর্তমান সময়ের সেরা চার তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমার ও মোহাম্মদ সালাহকে গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া বার্সিলোনা খেলছে ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী টটেনহ্যাম গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে তৃতীয় হয়েছিল। আরেক ক্লাব ইন্টার মিলান ইতালিয়ান সিরি এ লীগে হয় চতুর্থ। গ্রুপের অপর দল হল্যান্ডের আইন্দহোভেন। টানা তিনবারসহ গত পাঁচ বছরে চারবার চ্যাম্পিয়ন্স লীগ জেতা রিয়াল প্রতিদ্বন্দ্বিতা করছে ‘জি’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী গতবারের সেমিফাইনালিস্ট ইতালির এএস রোমা, রাশিয়ার সিএসকেএ মস্কো ও চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লাজেন। বুধবার রোমা পরীক্ষা দিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করবে রোনাল্ডোবিহীন গ্যালাক্টিকোরা। গতবারের ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পড়েছে সহজ গ্রুপে। ‘এফ’ গ্রুপে তাদের সঙ্গী ইউক্রেনের শাখতার ডোনেস্ক, ফ্রান্সের অলিম্পিক লিওঁ ও জার্মানির হফেনহেইম। বর্তমান ও রেকর্ড টানা সাতবারের সিরি এ চ্যাম্পিয়ন জুভেন্টাস লড়বে ‘এইচ’ গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী গতবারের ইপিএল রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের ভালেন্সিয়া ও সুইজারল্যান্ডের ইয়াং বয়েজ। আর ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে রাশিয়ার লোকোমোটিভ মস্কো, পর্তুগালের পোর্তো, জার্মানির শালকে ও তুরস্কের গালাতাসারে। আট গ্রুপে মোট ৩২ দল গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল নকআউট পর্বে উঠে আসবে। অর্থাৎ ৩২ থেকে ১৬, এরপর ১৬ থেকে ৮। এরপর সেমিফাইনাল হয়ে ফাইনাল হবে। এদিকে হাঁটুর ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ম্যাচে রাইট-ব্যাক সিমে ভারসালজোকে দলে পাচ্ছে না ইন্টার মিলান। নেশন্স কাপে স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার ৬-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচের ২০ মিনিটে ২৬ বছর বয়সী এই রাইট ব্যাক হাঁটুর ইনজুরিতে পড়েন। প্রতিদিনই তার ইনজুরির মাত্রা পরীক্ষা করা হচ্ছে। ইন্টার নিশ্চিত করেছে বিশ্বকাপের শেষের দিকে প্রায় পুরোটা সময় থাকা বাম হাঁটুর পুরনো সমস্যাটাই আবারও নতুন করে দেখা দিয়েছে। শনিবার সিরি এ লীগে পার্মার কাছে ১-০ গোলে হারের ম্যাচটিতে তিনি ছিলেন না। আজ টটেনহ্যামের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ম্যাচেও তাকে দলে পাচ্ছে না ইন্টার।
×