ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেঘনা ও মেনিখালী নদী দখল করে ভরাট ও নির্মাণকাজে স্থিতাবস্থা জারির নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০১৮

মেঘনা ও মেনিখালী নদী দখল করে ভরাট ও নির্মাণকাজে স্থিতাবস্থা জারির নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় প্রবহমান মেঘনা ও মেনিখালী নদী দখল করে ভরাট ও নির্মাণকাজে স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি নারায়ণগঞ্জের ডিসিকে দখল রোধে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে। কমিটিকে সংশ্নিষ্ট এলাকা জরিপ করে দখলকারীদের নাম ও ঠিকানা উল্লেখ করে ৩০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে হবে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুটি পৃথক রিটের শুনানি নিয়ে রবিবার রুলসহ এই আদেশ দেন। রুলে নদী দখল বন্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষণা করা হবে না এবং ভরাট করা মাটি ও স্থাপনা অপসারণের জন্য কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। অপর রুলে সিএস-আরএস রেকর্ড অনুযায়ী নদী দুটি সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেয়া হবে না তাও জানাতে বলা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্নিষ্ট থানার ওসি ও সোনারগাঁওয়ের ভূমি কর্মকর্তাসহ রিটে উল্লিখিত ১২ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
×