ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশু হাসপাতালে বিনামূল্যে যন্ত্রপাতি দিল ভারত

প্রকাশিত: ০৫:৪২, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 পশু হাসপাতালে  বিনামূল্যে যন্ত্রপাতি  দিল ভারত

স্টাফ রিপোর্টার ॥ বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ঢাকার কেন্দ্রীয় পশু হাসপাতালে বিনামূল্যে যন্ত্রপাতি দিয়েছে ভারত সরকার। রবিবার রাজধানীর কাজী আলাউদ্দীন রোডে পশু হাসপাতালে এসব যন্ত্রপাতির মোড়ক উন্মোচন করেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। অনুষ্ঠানে তারা ফিতা কেটে এক্স-রে মেশিন এবং অপারেশন থিয়েটারের ফুলসেট যন্ত্রপাতির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। এরপর হাসপাতালের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইছউল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশী হিসেবে ভারতের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। আজ অর্ধশত বছর পরেও সে বন্ধুত্ব ও ভালবাসার সম্পর্ক অটুট রয়েছে। মহান ৭১ সালে ভারত কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সর্বাত্মক সহযোগিতা এবং উভয় দেশের ছিটমহল, পানিবণ্টন, সড়কপথে ট্রানজিট, ভিসার সহজীকরণসহ বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের বন্ধুপ্রতীম মনোভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পশু হাসপাতালের ডাক্তারদের হাতে অত্যাধুনিক যন্ত্রপাতি তুলে দেয়ার মাধ্যমে আমাদের পশু চিকিৎসার ক্ষেত্রে ভারতের অবদান ভুলব না। তিনি উভয় দেশের সর্বাত্মক উন্নয়নে পরস্পরের সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। অনুষ্ঠানে বাংলাদেশের সাফল্যই ভারতের সাফল্য উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, প্রতিবেশী হিসেবে আমাদের দূরে থাকার কোন সুযোগ নেই। বাংলাদেশের উন্নয়নে ভারতও সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলেও জানান তিনি। সভায় অন্যদের মধ্যে প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক ও পশু হাসপাতালের চিফ ভেটেরিনারি অফিসার ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।
×