ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শিবিরের ২৪ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামে শিবিরের ২৪ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর বাকলিয়া, চকবাজার, ডবলমুরিং ও পতেঙ্গা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ উস্কানিমূলক বই এবং ককটেলসহ ছাত্রশিবিরের ২৪ নেতাকর্মীকে আটক করেছে। শুক্রবার রাতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বাকলিয়ায় ১৪, ডবলমুরিংয়ে ৮, চকবাজারে ১, পতেঙ্গায় ১ জন গ্রেফতার হয়। পুলিশ সূত্রে জানানো হয়, এসব শিবির কর্মী বিভিন্নভাবে নাশকতার পরিকল্পনা করছিল। যারা গ্রেফতার হয়েছে এরা সকলেই শিবিরের সাথী পর্যায়ের নেতা। গ্রেফতারের পর শনিবার এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ডবলমুরিং থানা ছাত্রশিবিরের সভাপতি মোরশেদুল আলম ও সাধারণ সম্পাদক তৌহিদুল মিনহাজও রয়েছে। পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। কালকিনিতে প্রতিবন্ধীকে মারধর নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনিতে ছাগল চুরির অপবাদে ১৮ বছরের এক প্রতিবন্ধী তরুণকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ওই তরুণের নাম সজিব হাওলাদার। সে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় গ্রামের সলেমান হাওলাদারের ছেলে। শনিবার জেলা সদর হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর বাবা সলেমান হাওলাদারের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পাথুরিয়াপাড় এলাকার সাইদুল হাওলাদারের একটি ছাগল খোয়া যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওইদিন রাতেই সলেমান হাওলাদারের বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে লোহার রড দিয়ে সজিবকে সাইদুল হাওলাদার ও তার লোকজন বেদম মারধর করে। তাকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
×