ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমি প্রতিহিংসার শিকার ॥ মোজাম্মেল

প্রকাশিত: ০৭:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০১৮

আমি প্রতিহিংসার শিকার ॥ মোজাম্মেল

বিডিনিউজ ॥ পরিবহন মালিকদের প্ররোচনায় হয়রানি করতেই মামলায় জড়ানো হয়েছিল বলে দাবি করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী। গত ৪ সেপ্টেম্বর মিরপুর থানায় করা চাঁদাবাজির এক মামলায় ৫ সেপ্টেম্বর গ্রেফতার হন মোজাম্মেল হক চৌধুরী। আদালতের জামিন পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কারাগার থেকে ছাড়া পান তিনি। দুলাল নামের এক ব্যক্তির করা ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ১১ সেপ্টেম্বর তাকে জামিন দেয়া হয়। জামিন পেলেও গত ফেব্রুয়ারিতে বিস্ফোরক দ্রব্যের আইনের আরেক মামলায় পুলিশ গ্রেফতার দেখানোর আবেদন করায় তার মুক্তি পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম সেই আবেদন খারিজ করে দিলে মোজাম্মেলের মুক্তির বাধা কাটে। শুক্রবার মোজাম্মেল হক অভিযোগ করেন, যাত্রী অধিকার নিয়ে কথা বললে পুলিশ তার বিরুদ্ধে চল্লিশটি মামলা দেবে বলে হুমকি দিয়েছে। তিনি পরিবহন মালিক-শ্রমিক নেতাদের প্রতিহিংসার শিকার। তিনি বলেন, আমি যাত্রীদের অধিকার নিয়ে কথা বলি। আর এই কাজ কার্যক্রমের যারা প্রতিপক্ষ, কিছু দুর্বৃত্ত পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের নেতাদের প্রতিহিংসার শিকার হয়েছি বলে আমি মনে করি। সরকার পরিবহন মালিকদের দ্বারা প্রভাবিত হয়ে আমাকে চাপে রাখতে চেয়েছে।
×