ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে আড়াই কেজি সোনা জব্দ

প্রকাশিত: ০৫:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

  শাহজালালে আড়াই কেজি সোনা জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আড়াই কেজি (২৫টি সোনার বার) স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর কার্গো শাখা থেকে জিপারের একটি কার্টুনের মধ্যে থেকে এসব সোনা জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে সিঙ্গাপুর থেকে রাত ১০টা ৪০ মিনিটে এসকিউ-৪৪৬ বিমানযোগে সোনা আসছে এবং তা জিপারের প্যাকেটে লুকায়িত অবস্থায় কার্গো শাখায় রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে এয়ারওয়ে বিল ৬১৮৬২৩৮২৯৬১/২ প্লেট নং ৭০২৮১ শনাক্ত করে কার্গো শাখার দায়িত্বে নিয়োজিতদের সহায়তায় ৭০২৮১ নং প্ল্যাটের মধ্য থেকে সন্দেহজনক জিপার ভর্তি ২টি কার্টুন বের করা হয়। পরে সকল সংস্থার উপস্থিতিতে প্যাকেটগুলো খুলে ২ কেজি ৫০০ গ্রাম সোনা পাওয়া যায়। জব্দ করা ২ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের বাজার মূল্য সোয়া কোটি টাকা।
×