ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আইডিইবির জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮

  আইডিইবির জাতীয়  সম্মেলন উদ্বোধন  করবেন আজ প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর তিন দিনব্যাপী ২২তম জাতীয় সম্মেলন ও ৪১তম অধিবেশন কাউন্সিল। আজ শনিবার সকালে গণভবনে এই জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রযুক্তিতে রাষ্ট্রকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যেই ‘চতুর্থ শিল্প-বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের টিভেট’ প্রতিপাদ্যে এই জাতীয় সম্মেলন ও অধিবেশন কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনদিনের এই অনুষ্ঠানে দুটি আন্তর্জাতিক সেমিনারসহ ১৫টি অধিবেশন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিশে^র সাতটি দেশের ১৫ বিদেশী অংশ নেবেন সেমিনারে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ইনোভেশন এক্সপোতে প্রদর্শন করা হবে বিভিন্ন আবিষ্কারের ৫২টি বিষয়। আইডিইবি কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার একেএমএ হামিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোবট সুফিয়াকে বাংলাদেশের আনার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের একটি আগাম বার্তা দিয়েছেন। তিনি আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে আমাদের আইডিইবির তৈরি ‘মি. টিভেট’ নামের একটি রোবট। ‘মি. টিভেট’ নামের রোবটটি তৈরি করেছেন ইঞ্জিনিয়ার জোবায়ের, ফরিদ এবং রাহাত নামের আইডিইবি’র আইটি সেলের একটি দল। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, রাজনীতি, সমাজসেবা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য আইডিবির সদস্য তিনজন বিশিষ্ট প্রকৌশলীকে স্বর্ণপদক দেয়া হবে। এবার মুক্তিযুদ্ধ, রাজনীতি ও সমাজসেবায় পদক পাচ্ছেন ১৯৭০ সালে নির্বাচিত এমএনএ মরহুম সফর আলী মিয়া। সাংগঠনির ও কারিগরি শিক্ষার উন্নয়নে অবদান রাখার জন্য আইডিইবি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের সরকার এবং সংস্কৃতি অঙ্গনে অবদানের জন্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৈয়দ উদ্দিন আহমেদ ছটকুকে স্বর্ণ পদক দেয়া হচ্ছে। অনুষ্ঠানে অংশ নেয়া দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, চীন, শ্রীলঙ্কা, তাইওয়ান এবং নেপাল। তিনদিনের অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ছাড়াও, প্রধানমন্ত্রী বিশেষ সহকারীবৃন্দ, সংসদ সদস্য, সচিববৃন্দ, ঢাকাস্থ কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়ও অনুষ্ঠানে ৫ লাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সের ছাত্র-শিক্ষকদের মিলনমেলা পরিণত হবেন বলে আইডিইবির নেতৃবৃন্দ আশা প্রকাশ করছেন।
×