ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পগুলো পাহারা দিতে হচ্ছে ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ০৪:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পগুলো পাহারা দিতে হচ্ছে ॥ পূর্তমন্ত্রী

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ জনগণের অসচেতনতা ও সরকারের উন্নয়নবিরোধী কিছু লোকের কারণে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোকে পাহারা দিতে হচ্ছে। এতে বাড়তি খরচ হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদে প্রায় আট একর জায়গার উপর গড়ে তোলা জাম্বুরী পার্ককে পাহারা দিতে প্রায় ৩শ’ নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেয়া হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নিজেই দেখতে গেলেন জাম্বুরী পার্ক। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর এই পার্কের উদ্বোধন করনে তিনি। সকালে প্রাতঃভ্রমণ আর বিকেলে বিনোদনে সময় কাটানোর জন্য প্রায় সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে এ পার্ক। শুক্রবার সকালে সরকারের এই প্রকল্পের খোঁজখবর নিতে গিয়ে তিনি প্রাতঃভ্রমণে আগতদের সঙ্গে আলাপচারিতায় এই পার্কের উন্নয়নে আরও কিছু সংযোজন করার বিষয়ে জানার চেষ্টা করেন। সরকার চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নে এগিয়ে আসায় অবহেলিত এই মাঠ মাত্র সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে এখন দৃষ্টিনন্দন পার্কে পরিণত হয়েছে। এই পার্ক সকলের জন্য উন্মুক্ত। নগরীর প্রাণকেন্দ্রে এই পার্কের অবস্থান হওয়ায় সকাল সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রাতঃভ্রমণকারীদের জন্য আর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনোদনপ্রেমীদের জন্য এই পার্ক উন্মুক্ত থাকছে। ফলে সপ্তাহের প্রত্যেক দিনই মুখরিত থাকছে আগতদের কারণে। জানা গেছে, ২০১৬ সাল থেকে প্রায় সাড়ে ১৮ কোটি টাকায় এই প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে ৮ একর জাম্বুরী মাঠের ব্যবহার করা হয়েছে। এছাড়াও প্রায় ১১৫ শতক জমির উপর গড়ে তোলা হয়েছে প্রায় অর্ধলাখ বর্গফুটের কৃত্রিম লেক। মাঠের সবদিক ঘিরে দেয়া হয়েছে ৬/৭ ফুট উচ্চতার সীমানা প্রাচীর দিয়ে প্রায় ১০ হাজার ফুট দীর্ঘ হাঁটার পথ তৈরি করা হয়েছে বিশেষ করে প্রাতঃভ্রমণকারীদের জন্য। প্রায় ৩শ’ নিরাপত্তাকর্মী সকাল থেকে রাত পর্যন্ত এই পার্কের দেখভাল করছেন।
×