ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত চার

প্রকাশিত: ০৭:০৫, ১৪ সেপ্টেম্বর ২০১৮

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ ট্রাক-মাইক্রো সংঘর্ষে পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা, কালকিনিতে ইউপি সদস্য, সীতাকু-ে পরিচ্ছন্নতা কর্মী, মীরসরাইতে নারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। পঞ্চগড় ॥ বোদায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলাল নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাস চালকসহ আরও দুই মুক্তিযোদ্ধা আহত হন। আহতরা হলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ওয়াইসুল কোরাইশী ও মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বোদা উপজেলা সদরের মহাসড়কের বাইপাসে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, মির্জা আবুল কালাম দুলালসহ তিন মুক্তিযোদ্ধা রংপুরস্থ ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারে ভিসা সংক্রান্ত কাজে একটি মাইক্রোবাসে পঞ্চগড় থেকে যাচ্ছিলেন। বোদা-দেবীগঞ্জ মহাসড়কের বাইপাসে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা দুলালকে মৃত ঘোষণা করেন। পরে আহত মুক্তিযোদ্ধা ওয়াইসুল কোরাইশী ও আলাউদ্দিন প্রধানকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলালের বাড়ির সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা। কালকিনি, মাদারীপুর ॥ কালকিনিতে মোটরসাইকেল চাপায় মন্টু শিকদার(৩০) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য। বৃহস্পতিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এসকান্দার শিকদারের ছেলে ইউপি সদস্য মন্টু শিকদার মাদারীপুর জেলা সদর থেকে একটি মোটরসাইকেলে কালকিনি আসছিলেন। সীতাকু- (চট্টগ্রাম) ॥ সীতাকু-ে লরি চাপায় শ্রীকান্ত চন্দ্র দাশ(১৮) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়বকু- এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীকান্ত চন্দ্র দাশ বাড়বকু- নড়ালিয়া চাড়ালকান্দি এলাকার অমি চন্দ্র দাশের পুত্র। জানা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকু- এলাকায় ফোর লাইনের মাঝখানে আইলেনে রোপণকৃত গাছের চারপাশের আগাছা পরিষ্কার করছিল পরিচ্ছন্নকর্মী শ্রীকান্ত। অসাবধানবশত চট্টগ্রামমুখী লেনে একটি লরি চাপায় আহত পরিচ্ছন্ন কর্মীকে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মীরসরাই, চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সুফিয়ারোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রাশেদা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। নিহত রাশেদা উপজেলার মিঠানলা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের প্রবাসী আমির হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিক এ দুর্ঘটনা ঘটে।
×