ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাজ শেষ হতে না হতেই সড়কে ভাঙ্গন

প্রকাশিত: ০৭:০৪, ১৪ সেপ্টেম্বর ২০১৮

কাজ শেষ হতে না হতেই সড়কে ভাঙ্গন

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১৩ সেপ্টেম্বর ॥ প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ১১.৮ কিলোমিটার দীর্ঘ গফরগাঁওয়ের গয়েশপুর-কান্দিপাড়া সড়কের নির্মাণ কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থান ভেঙ্গে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে এই সড়ক দিয়ে চলাচলকারী শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের যাত্রী ও চালকরা মারাত্মকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, এ সড়কটির নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা এলজিইডি কার্যালয়ের কর্মকর্তাদের গাফিলতির কারণেই ঠিকাদার নিম্নœমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে যেনতেনভাবে কাজটি করায় নির্মাণ কাজ শেষ হতে না হতেই সড়কটি এভাবে ভেঙ্গে যাচ্ছে। উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, এলজিইডির সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট (আরটিআইপি-২) প্রজেক্টের অর্থায়নে ১৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২০১৫ সালের ৪ এপ্রিল ১১.৮ কিলোমিটার দীর্ঘ গয়েশপুর-কান্দিপাড়া সড়কের কাজটি শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাহজাহান আলী । ঠিকাদার মোঃ শাহজাহান আলীকে বার বার ফোন দিয়েও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন বলেন, এ সড়ক নির্মাণে তদারকির ঘাটতি ছিল না। টেকনিক্যাল কারণে সড়কটির কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। মেরামত করে দেয়া হবে।
×