ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০১৮

বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ সেপ্টেম্বর ॥ বুধবার দুপুরে শিবচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচী’র আওতায় ভাতাভোগী দুগ্ধদায়ী মা ও ৪শ’ শিশুর মাঝে স্বাস্থ্য ভাতা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খলিলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, মেডিক্যাল অফিসার ডাঃ মানষী রানী সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খানম উপস্থিত ছিলেন। শ্রীনগরে উন্নয়ন ভাবনা নিয়ে সভা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহ ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) ভিষণ- ২০২১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ, মাদক, সন্ত্রাস এবং জঙ্গীবাদ বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে উন্নয়ন কর্মকান্ড শীর্ষক আলোচনা সভা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে জেলা তথ্য অফিসের আয়োজনে ও শ্রীনগর সদর ইউনিয়নের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আওলাদ হোসেন প্রমুখ।
×