ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ বিবাহ বিচ্ছেদ কেন বাড়ছে

প্রকাশিত: ০৬:০৭, ১৩ সেপ্টেম্বর ২০১৮

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ বিবাহ বিচ্ছেদ কেন বাড়ছে

বিয়ে- শুনতে সামান্য মনে হলেও এর ওজন এত বেশি, যা দুজন মানুষ বয়ে বেড়ায় সারাজীবন। বেশ লম্বা একটা পথ দুজনে একসাথে পাড়ি দিয়ে ফেলে বিয়ের মাধ্যমে তৈরি হওয়া বিশ্বাস ও ভরসার উপরে নির্ভর করে। একান্ত প্রয়োজনে তালাক দেওয়া জায়েজ হলেও এটা নিতান্তই আল্লাহর অপছন্দের কাজ। আজকাল বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের কারণগুলো যেন স্বামী-স্ত্রী নিজেদের অজান্তে তৈরি করে ফেলছে। আমার মতে বর্তমানে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ স্বামী-স্ত্রীর একে অন্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মূল্যবোধের অভাব। সমস্যাটা শিক্ষিত সমাজে সবচেয়ে বেশি লক্ষণীয়। একশ্রেণির উচ্চশিক্ষিত বিত্তবান নারীর কাছে ডিভোর্স শব্দটা একটা ফ্যাশনে পরিণত হচ্ছে। নারী-পুরুষ বেশি স্বাধীনচেতা হয়ে জীবন যাপন করছে, যার ফলে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তারা একে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপকে পরাধীনতার দৃষ্টিতে দেখছে। অতিরিক্ত স্বাধীনচেতা হওয়াতে তাদের মধ্যে বিশ্বাসেরও যথেষ্ট ঘাটতি দেখা দিচ্ছে, তৈরি হচ্ছে সন্দেহপ্রবণতা। এটা বিচ্ছেদের অন্যতম কারণ। বৈবাহিক সম্পর্কে ভালোবাসা, সম্মানের চেয়ে স্বার্থ বা চাহিদা অধিক গুরুত্বপূর্ণ হওয়াও বিচ্ছেদের কারণ হতে পারে। আরেকটা কারণ, মানুষের জীবন এখন অনেক বেশি সহজ হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য। সব জিনিসেরই খারাপ এবং ভালো দিক রয়েছে। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে আমি এসব যোগাযোগ মাধ্যমের খারাপ দিকটা তুলে ধরছি। ফেসবুক, টুইটার, ইমো, হোয়াটসএ্যাপসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে লগ-ইন করলেই আপনি ডজনখানেক বন্ধু পেয়ে যাচ্ছেন, যাদের সাথে সময় অতিবাহিত করে আপনি মুহূর্তেই বর্তমানকে এড়িয়ে যাচ্ছেন, একাকিত্বকে দূর করছেন। ফলে আপনি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন, অন্যকে অনুভব করার সুযোগ কম পাচ্ছেন, অনুভব করার আগ্রহটাই হারিয়ে ফেলছেন। সমস্যার সমাধান খোঁজার প্রবণতাও কমে যাচ্ছে এবং সমস্যাগুলো সমস্যাই থেকে যাচ্ছে, যার পরিণতি ‘বিচ্ছেদ’। স্বামী-স্ত্রীর এসব টানাপোড়েনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সন্তানেরা। প্রত্যেক শিশুরই অধিকার রয়েছে বাবা-মাকে নিয়ে একটি সুখী পরিবার পাওয়ার। বাবা-মায়ের দাম্পত্য সমস্যা তাদের মানসিক বিকাশকে প্রভাবিত করে। তারা আত্মবিশ্বাসের অভাবে ভোগে, নিজেকে সমাজ থেকে গুটিয়ে রাখে। পারস্পরিক স্নেহ-মমতার বদলে তাদের মানসিকতার অংশ হয়ে ওঠে হিং¯্রতা, একগুয়েমি, যা বাকি জীবনে বিভিন্ন সমস্যার জন্ম দেয়। তাই সবার উচিত একটি সুখী, সুন্দর পরিবার গড়ে তোলা। সোনাডাঙ্গা, খুলনা থেকে
×