ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংসদে কৃষিমন্ত্রী

সরকার ৬০ হাজার কোটি টাকা কৃষি খাতে ভর্তুকি দিয়েছে

প্রকাশিত: ০৬:১৭, ১২ সেপ্টেম্বর ২০১৮

সরকার ৬০ হাজার কোটি টাকা কৃষি খাতে ভর্তুকি দিয়েছে

সংসদ রিপোর্টার ॥ বর্তমান সরকার গত ৯ বছরে কৃষি খাতে ৬০ হাজার ২৬৮ কোটি ৭৫ লাখ টাকার ভর্তুকি প্রদান করেছে। এর মধ্যে সার খাতেই সর্বাধিক ৫৮ হাজার ১২৯ কোটি টাকার ভর্তুকি প্রদান করা হয়েছে। এর ফলে বাংলাদেশ আজ বিশ্বে ধান উৎপাদনে চতুর্থ স্থান, আলু উৎপাদনে ৭ম স্থান এবং সবজি উৎপাদনে তৃতীয় স্থান অর্জনকারী দেশ। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পরই সারের মূল্য কমিয়ে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। রাসায়নিক সারে ভর্তুকি প্রদান অব্যাহত রাখার ফলে কৃষকরা স্বল্পমূল্যে জমিতে সুষম সার প্রয়োগ করতে পারছে। সারের ভর্তুকি প্রদানের পাশাপাশি সেচ কাজে বিদ্যুত এ রিবেট, ইক্ষু চাষে ভর্তুকি প্রদান এবং বিভিন্ন সময়ে প্রণোদনা প্রদান করার ফলে কৃষকরা স্বল্পমূল্যে ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছেন। সঠিক সময়ে সুলভ মূল্যে সার পাওয়ায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
×