ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৬:২৮, ১১ সেপ্টেম্বর ২০১৮

শ্রীনগরে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় শ্রীনগর উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শ্রীনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সোমবার সকালে এই বৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বঙ্গবন্ধু চীফ সিকিউরিটি অফিসার আলহাজ মোঃ মহিউদ্দিন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব শফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন মাস্টার ও এম মাহবুব উল্লাহ। নাগরিক কর্তব্যবিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ সেপ্টেম্বর ॥ শেরপুরে নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং বিআরটিএ ও নাগরিক সংগঠন জনউদ্যোগের সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন। ওই সময় বক্তারা সকলের সচেতনতা-বিবেককে সবার আগে প্রাধান্য দিয়ে যান চলাচল এবং চালক ও হেলপারদের সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দেন।
×