ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গীর চরে গুলি চালিয়ে শ্রমিককে হত্যা

প্রকাশিত: ০৬:০২, ১১ সেপ্টেম্বর ২০১৮

কামরাঙ্গীর চরে গুলি চালিয়ে শ্রমিককে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীর চরে এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। কুড়িল বিশ্বরোডে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া মোহাম্মদপুরে দুর্বৃত্তরা এক ছাত্রলীগ নেতাকে নির্মমভাবে পিটিয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্র জানায়, কামরাঙ্গীর চরে শরিফ (৩৫) নামে এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। দুপুরে ঢামেক মর্গে ময়নাতদন্ত শেষে শরিফের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান। নিহত শরিফ কামরাঙ্গীর চরে বড় গ্রাম এলাকায় রাসেদের লেদ মেশিন কারখানার অপারেটর ছিল। নিহতের বাবা হাজী কোবাদ আলম। বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আলমপুর গ্রামে। চকবাজার থানাধীন পশ্চিম ইসলামবাগে ৭০/২৫/৩/সি নম্বর বাড়িতে সপরিবারে থাকত দুই সন্তানের জনক শরিফ। কামরাঙ্গীর চর থানার ওসি শাহিন ফকির জানান, রবিবার রাত সাড়ে দশটার দিকে ঈদগাহ মাঠের সামনে গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাউজার ও লাল গেঞ্জি পরা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে বারোটার দিকে ঢাকা মেডিক্যালে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ ওই ব্যক্তিকে ডেকে নিয়ে খুব কাছ থেকে পরিকল্পিতভাবে তাকে গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে গেছে। ওসি জানান, রাত আটটার দিকে কারখানা বন্ধ হওয়ার পর ইসলামবাগের বাসায় যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে। তাকে প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার নাম-ঠিকানা পাওয়া যায়। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে কাছের বন্ধু কারা তারও তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান। নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ সোমবার দুপুরে কুড়িল বিশ্বরোডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে অর্জুন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবা বীরেন। বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলায়। ছাত্রলীগ নেতাকে পিটুনি ॥ মোহাম্মদপুরে দুর্বৃত্তরা আসাদুর রহমান আসাদ নামে এক ছাত্রলীগ নেতা নির্মমভাবে পিটিয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আসাদের ঠোঁটে, মাথায় ছয়টি জখম হয়েছে। হাসপাতালে আহত আসাদ বলেন, তিনি ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি জানান, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রাসেলের নেতৃত্বে ৪-৫ জন রড, লাঠিসোটা নিয়ে অতর্কিত এ হামলা চালিয়েছে। আসাদের দাবি, হামলাকারী রাসেল ছাত্রদল করতেন। তিনি বলেন, আগের কমিটিতে আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু ওই কমিটিতে রাসেলের কোন পদই ছিল না। নতুন কমিটি হবার পর ছাত্রদল করার ডকুমেন্টসহ কেন্দ্রীয় ছাত্রলীগকে কেউ এ বিষয়ে অভিযোগ করেন। রাসেল বিষয়টি জানার পর আমাকে সন্দেহ করে ক্ষিপ্ত হয়। এরপরই এ হামলার ঘটনা। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। হামলার শিকার ব্যক্তি এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
×