ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে যুবক খুন, কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৪৩, ১০ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীতে যুবক  খুন, কিশোরীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তরা এক ব্যক্তিকে হত্যার পর নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এদিকে ছোট বোনের সঙ্গে ঝগড়া করে ধানমন্ডির লেকে ঝাঁপিয়ে পড়ে এক কিশোরী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এছাড়া কদমতলীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাড্ডার সাতারকুল এলাকায় মনিরুজ্জামান মনির (৩৫) নামে এক ব্যক্তি হত্যা করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ সাতারকুলের পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত হিসেবে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে বিকেলে নিহতের চাচা জুলহাজুল কবির ঢামেক মর্গে এসে তার লাশ শনাক্ত করেন। বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) কাজী আবুল কালাম জানান, সাতারকুল এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। নিহত মনিরের গ্রামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ থানার মনিরামপুরে। নিহতের চাচা জুলহাজুল কবির জানান, ফেনীর খয়রা এলাকায় রং মিস্ত্রির কাজ করতেন তিনি। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। স্ত্রী কাজলরেখা দুই ছেলেকে নিয়ে গ্রামে থাকেন। তিনি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মনির দিনাজপুর থেকে বাসে ঢাকায় রওনা দেন। এ সময় তার সঙ্গে নগদ ২৫ হাজার টাকা ছিল। এ সময় মনিরের সঙ্গে আরও কয়েকজন ছিল। পরে রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। পরে রাত ১০টার দিকে স্ত্রীকে ফোন দিয়ে জানান, তিনি ঢাকায় পৌঁছেছেন। তিনি ছোট ভাই আফজালের কড়াইলের বাড়িতে যাচ্ছেন। সেখানে রাতে থেকে পরের দিন শনিবার সকালে ফেনীতে রঙের কাজ করতে যাওয়ার কথা ছিল। লেকে ঝাঁপিয়ে পড়ে ১ শিক্ষার্থীর আত্মহত্যা ॥ ছোট বোনের সঙ্গে ঝগড়া করে মোশারত খন্দকার ইমি (১৭) নামে এক শিক্ষার্থী ধানমণ্ডি লেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ইমি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের ‘এ’ লেভেলে পড়ত। কাতার প্রবাসী লিয়াকত হোসেন লিটুর তিন মেয়ের মধ্যে ইমি দ্বিতীয়। মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে তাদের বাসা। ধানমণ্ডি থানার এসআই মোঃ আকবর হোসেন জানান, শনিবার রাত ১১টার দিকে দুই যুবক ইমিকে লেক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরে থানায় পাঠায়। ময়নাতদন্ত শেষে ইমির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ॥ কদমতলীর গ্লাস ফ্যাক্টরি এলাকায় একটি বাসার সীমানা প্রাচীরে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাদ্দাম মাতব্বর (৪০) নামের শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম জাহাঙ্গীর মাতব্বর। গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তিনি পুরান ঢাকার শ্যামপুর এলাকায় থাকতেন।
×