ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে ভারত-পাকিস্তান মহারণ

প্রকাশিত: ০৫:৪৮, ১০ সেপ্টেম্বর ২০১৮

 সেমিফাইনালে ভারত-পাকিস্তান মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাগতিক বাংলাদেশ সেমিফাইনালের আগেই বিদায় নেয়ায় চলমান সাফ ফুটবল ফিকে হয়ে গেছে। তবে এই হতাশার মধ্যেও আরেকটি মহারণ উপভোগ করতে পারবেন ফুটবলামোদীরা। কেননা সেমিফাইনাল হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণ। রবিবার গ্রুপপর্বের খেলা শেষ হওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়েছে। ‘এ’ গ্রুপে আগেই চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। আর রানার্সআপ পাকিস্তান। আর ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, রানার্সআপ মালদ্বীপ। টুর্নামেন্টের ফরমেট অনুযায়ী ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত ও ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান সেমিতে মুখোমখি হবে। আরেক সেমিতে লড়বে নেপাল ও মালদ্বীপ। দু’টি ম্যাচই হবে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মজার বিষয় হচ্ছে, গতকাল ভারতের কাছে ২-০ গোলে হেরেও শেষ চারের টিকেট পেয়েছে মালদ্বীপ। ম্যাচে ভারতের হয়ে গোল করেন নিখিল পুজারি (৩৬) ও মানবির সিং (৪৪)। ভারত-মালদ্বীপ ম্যাচ শেষে ভারত দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। কিন্তু মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং দুই দলই ভারতের কাছে হার মানে ০-২ গোলে। যে কারণে দু’দলেরই ভান্ডারে জমা হয় মাত্র ১ পয়েন্ট করে। গোল ব্যবধান, হেড টু হেডও সমান হয়ে যায়। যে কারণে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী টস করা হয়। ভাগ্য নির্ধারণী এই টস জিতে শেষ হাসি হাসে মালদ্বীপ। আর বিদায় নিতে হয়েছে লঙ্কানদের। সাফের ইতিহাসে এই প্রথম টসে ভাগ্য নির্ধারণ হলো।
×