ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে আওয়ামী লীগের নাশকতা বিরোধী মিছিল

প্রকাশিত: ০৪:২২, ১০ সেপ্টেম্বর ২০১৮

 সুনামগঞ্জে আওয়ামী লীগের নাশকতা বিরোধী মিছিল

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৯ সেপ্টেম্বর ॥ জেলা আওয়ামী লীগের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াতের নানামুখী ষড়যন্ত্র ও দেশবিরোধী নাশকতামূলক ধ্বংসাত্মক কর্মকা-ের বিরুদ্ধে মিছিল সমাবেশ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উকিলপাড়ার দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের নেতৃত্বে এ মিছিলটি বের করে। গণমিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে নাশকতাবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গণমিছিল ও সমাবেশে জেলা, উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ আজ বিশে^ উন্নয়নের রোলমডেল। বিএনপি দেশের চলামান উন্নয়ন দেখে দিশেহারা। তাই আগামী একাদশ সংসদ নির্বাচন বানচাল করতে আবারও দেশী-বিদেশী নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করতে জ‍ালাও-পোড়াওয়ের রাজনীতি করে দেশের গণতন্ত্রকামী মানুষকে থামাতে ব্যর্থ হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশদ্রোহী বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্তহাতে প্রতিহত করা হবে। আর সেজন্য জেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। পাশাপাশি সরকারের ব্যাপক উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বক্তারা আরও বলেন, আমরা ’৫২-তে ভাষার জন্য লড়েছি, ’৭১-এ দেশ স্বাধীন করেছি জাতির জনকের নেতৃত্বে। তার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আজ সারাবিশ্বে মর্যাদার আসনে। এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান প্রমুখ।
×