ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন সুজন

প্রকাশিত: ০৭:০৯, ৯ সেপ্টেম্বর ২০১৮

শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন সুজন

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপে এবার বাংলাদেশ শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে। যদিও দলে একাধিক ইনজুরি আছে। ইনজুরিগুলো দলকে বেহাল অবস্থায় ফেলছে। চিন্তায় ফেলছে। তবুও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের আশা শিরোপা জেতা। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই তিনি দেখছেন। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সুজন যেমন বলেছেন, ‘বাংলাদেশ যে ম্যাচেই খেলবে, সে ম্যাচেই চাপ। এমন নয় যে বাংলাদেশ আগে ফাইনালে খেলেনি। যেহেতু আমরা ফাইনাল খেলেছি। স্বপ্নও দেখতেই পারি শিরোপা জয়ের। আফগানিস্তান বলেন বা শ্রীলঙ্কা বলেন, সবার সঙ্গেই চাপ থাকবে আমাদের। চাপ কাটিয়ে কিভাবে ভাল করা যায় এটাই দেখার। লক্ষ্য নিয়ে যাওয়া তো অবশ্যই ভাল। তাহলে সবাই বেশি মনোযোগী থাকব। ভারত-পাকিস্তানও আছে আসরে, এছাড়া কঠিন কন্ডিশনে খেলা; লড়াই সহজ হবে না। তারপরও লক্ষ্য নিয়ে এগোতে হবে।’ শুরুতে ১৫ সদস্যের দল ঘোষণা হয়েছে। সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও সর্বশেষ তামিম ইকবালের আঙ্গুলের চোটের জন্য মুমিনুল হককে বিকল্প হিসেবে নেয়া হয়েছে। তাতে দল দাঁড়ালো ১৬ জনের। দল কেমন হলো? সুজন জানান, ‘দল তো ভাল। আর এই ফরমেটে আমরা সবসময় ভাল ক্রিকেট খেলি। অনুশীলনও ভালভাবে হয়েছে। সব মিলিয়ে তৃপ্তি আছে। যদি কারও ইনজুরি না হয়, সব ঠিক থাকে, তাহলে এবার ভাল সুযোগ আছে।’ এশিয়া কাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ও টি২০ সিরিজ জেতা গেছে। সেই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে দলের ভাল করার সম্ভাবনা উজ্জ্বল। সুজন মনে করছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পরে দলের আত্মবিশ্বাস অনেক বেশি ভাল। আমার মনে হয় সব মিলিয়ে আমরা ভাল ক্রিকেট খেলব।’ সাকিব, শান্ত, তামিমের ইনজুরি নিয়ে বিশেষ কিছু জানেন না সুজন। কারণ তিনি যে এতদিন দলের সঙ্গে ছিলেন না। এশিয়া কাপে তাকে ম্যানেজার করা হয়েছে। আবার কিছু জানা কথাও বললেন, ‘আমি আসলে কিছুই জানি না সত্যি কথা বলতে। কেননা দলের সঙ্গে ছিলাম না। সাকিব ওখানে দলের সঙ্গে যোগ দিবে। তামিমের ইনজুরি গুরুতর কিছু না মনে হচ্ছে। আরও কয়েকদিন আছে। ওদের ম্যাচের আগের সুস্থ অবস্থায় পাব।’ নিজের ভূমিকা কী হবে? তাও জানিয়ে দিলেন, ‘একই ভূমিকা থাকবে আমার। ম্যানেজার হিসেবে যেহেতু কাজ করতাম, ওটাই থাকবে।
×