ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির স্পর্শে সারাদেশ বদলে গেছে ॥ ইয়াফেস ওসমান

প্রকাশিত: ০৬:৩৪, ৯ সেপ্টেম্বর ২০১৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির স্পর্শে সারাদেশ বদলে গেছে ॥ ইয়াফেস ওসমান

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশের পথে এগিয়ে চলেছে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির স্পর্শে সারাদেশ বদলে গেছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে প্রথম বারের মতো আয়োজিত দুই দিনব্যাপী ‘জাতীয় জীবপ্রযুক্তি মেলা ২০১৮’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শনিবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এসব কথা বলেন। জীবপ্রযুক্তি বিষয়ক শিক্ষা, গবেষণা ও জীবপ্রযুক্তিভিত্তিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং জীবপ্রযুক্তি বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) ব্যবস্থাপনায় মেলার আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আবুল কালাম আজাদ, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসিরুজ্জামান প্রমুখ।
×