ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতকে হাসান আলির হুমকি

প্রকাশিত: ০৫:২৮, ৮ সেপ্টেম্বর ২০১৮

 ভারতকে হাসান আলির হুমকি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী শনিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসর। ওয়ানডে ফরমেটের ধুন্ধুমার লড়াইয়ের জন্য প্রস্তুত এশিয়ান ক্রিকেটের সব পরাশক্তি। পাঁচ টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে ষষ্ঠ দল হিসেবে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে হংকং। তবে মরুর দেশ আরব আমিরাতে একটি ম্যাচ ঘিরে অনেক আগেই তৈরি হয়েছে উন্মাদনা। ১৯ সেপ্টেম্বর ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে চিরশত্রু ভারত ও পাকিস্তান। ভক্ত-সমর্থক তো বটেই দু’দলের খেলোয়াড়দের বক্তব্যও ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। ভারতকে আগাম হুমকি দিয়ে রাখলেন পাকিস্তান পেসার হাসান আলি। এক-দুই বা পাঁচ নয়, সম্ভব হলে প্রতিপক্ষের সবকটি উইকেট একাই শিকার করতে চান ২৪ বছর বয়সী সেনসেশনাল এ পেসার! হাসান আলি বলেন, ‘পাঁচ উইকেট নয়, সম্ভব হলে আমি ভারতের সব কটি উইকেট নিতে চাইব। ওই ম্যাচে চাপ থাকবে। কিন্তু চাপে আমি নিজের সেরা খেলাটা বের করে আনতে পারি। এশিয়া কাপে ভারত ম্যাচের জন্য আমার আর তর সইছে না।’ ১৬ সেপ্টেম্বর ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ দুর্বল হংকং। এই ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর বহুল আলোচিত ভারত-পাকিস্তান দ্বৈরথ। শ্রীলঙ্কায় নিদাহাস টি২০ ট্রফিতে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে রাখা হয়েছিল। সেখানে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। দ্বিতীয় সারির দল নিয়েও শিরোপা জিতেছিল তারা। এবার এশিয়া কাপেও কোহলিকে বিশ্রামে রেখে রোহিতের নেতৃত্বে খেলবে ভারত। তবে এক কোহলিকে বাদ দিলে পূর্ণশক্তির দল নিয়েই এশিয়া কাপে খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে সুপারস্টার কোহলির অনুপস্থিতি পাকিস্তানকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করেন হাসান আলি। তার কথায়, ‘বিরাট কোহলি একজন অসাধারণ ক্রিকেটার। সবাই জানে, তিনি একজন ম্যাচ উইনার। কিন্তু তাকে ছাড়াও ভারত ভাল দল। তাদের আরও খেলোয়াড় আছে। হ্যাঁ, তার অনুপস্থিতি আমাদের বাড়তি সুবিধা দেবে। কারণ কোহলি চাপ কাটিয়ে সেরাটা খেলতে পারে, কিন্তু বাকিরা সেটা পারে না।’ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় শীর্ষ দল ভারত। আর পাকিস্তনের অবস্থান পাঁচ নম্বরে। তবু এশিয়া কাপে নিজের দলকেই এগিয়ে রাখছেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা ডানহাতি মিডিয়াম পেসার। কারণ হিসেবে বলেছেন গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে জয়। তার মতে সর্বশেষ ম্যাচে হারের কারণে চাপে থাকবে ভারত। এছাড়া আরব আমিরাতের কন্ডিশনের সুবিধাও পাকিস্তান পাবে বলে মনে করেন হাসান আলি। পাকিস্তান তারকা পেসার আরও বলেন, ‘আমিরাতের কন্ডিশন আমাদের চেনা। আমরা এখানে অনেক খেলেছি, তাই এখানে হোম কন্ডিশনের সুবিধা পাব। আমরা জানি, কিভাবে এখানকার কন্ডিশনের সুবিধা নিতে হয়।’ পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ৩৩টি ওয়ানডে খেলেছেন হাসান আলি। মাত্র দুই বছরের ক্যারিয়ারে ২০.৮৮ গড়ে উইকেট নিয়েছেন ৬৮টি। গত বছর জুনে কেনিংটন ওভালে চিরশত্রু ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। ফাইনালে ৩টিসহ আসরে দুর্দান্ত বোলিং করে টুর্নামেন্টসেরা হয়েছিলেন হাসান আলি।
×