ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইতালির প্রতিপক্ষ পোল্যান্ড

প্রকাশিত: ০৬:৩৯, ৭ সেপ্টেম্বর ২০১৮

ইতালির প্রতিপক্ষ পোল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইউরো মিনি কাপ। প্রথমদিনই মাঠে নামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং জার্মানির মতো দল। নতুন এই টুর্নামেন্টে আজ মাঠে নামছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। আট সপ্তাহ আগে শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে অধিকাংশ ফেবারিট ছিল দুরবস্থায়। জার্মানি থেকে শুরু করে আর্জেন্টিনা, স্পেনের মতো দলগুলো কোয়ার্টারেই উঠতে পারেনি। ওই সময় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির অনুপস্থিতি অনুভূত হয়েছিল ভীষণভাবে। কিন্তু আজ্জুরিদের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল তারও আগে, ইউরোপের বাছাই পর্বই উতরাতে পারেনি তারা। প্রায় ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব আসর মিস করে ইতালি, তখন নিজেদের ফুটবল ইতিহাসের করুণ সাগরে হাবুডুবু খাচ্ছে। এখনও যে অবস্থার খুব পরিবর্তন হয়েছে তা বলা যাচ্ছে না। তবে রবার্তো মানচিনি চাইছেন খুব দ্রুত আজ্জুরি ফুটবলের সুদিন ফেরাতে। খেলোয়াড়ী এবং কোচিং ক্যারিয়ারে সফল মানচিনি এক্ষেত্রে নির্ভর করছেন দলের অনভিজ্ঞ খেলোয়াড়দের ওপর। উয়েফা নেশন্স লীগে গ্রুপ থ্রি’র আরেক দল পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইতালির ঘুরে দাঁড়ানোর মিশন।
×