ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ০৪:৩৬, ৭ সেপ্টেম্বর ২০১৮

কালকিনিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৬ সেপ্টেম্বর ॥ কালকিনিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি থানা পুলিশ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা নিয়ে আজ বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, উপজেলাভিত্তিক বর্ষাকালীন ৪৭তম ফুটবল টুর্নামেন্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়। এ খেলা বুধবার বিকেলে কালকিনি সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়। খেলায় অংশগ্রহণ করেন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি বনাম ডাসার সৈয়দ আতাহারআলী একাডেমি। খেলাচলাকালীন সময় বহিরাগতদের সঙ্গে আতাহারআলী খেলোয়াড়দের তুচ্ছ ঘটনা নিয়ে প্রথমে তর্কবিতর্ক হয়। এর জের ধরে খেলা শেষে সন্ধ্যায় কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি খেলোয়াড়দের উপরে প্রথমে ডাসার সৈয়দ আতাহারআলী একাডেমির খেলোয়াড়রা হামলা চালায়। এতে করে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে নীলয়, শান্ত, নাদিম, সাব্বির, গিয়াস, কাছির, মেহেরব, আশিক, কাওসার ও অমিতসহ কমপক্ষে ২০ জন আহত হয়। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মাঝে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে আহত-১০ নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন দুই স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজাহান আলী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ। আহত ছাত্রদের মধ্যে রয়েছে, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ সাহেদ, নাছির উদ্দিন, শাহাদাত হোসেন, শামীম জাবেদ, নাহিদ হোসেন, আব্দুর রহমান, হৃদয়, রকি হোসেন, শিহাব হোসেন, মুরাদ হোসেনসহ ১০ জন। আহত সবাই অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ছাত্র। আহতদের মধ্যে সাহেদ এবং রকির অবস্থা আশঙ্কাজনক। আহত শিক্ষার্থীরা জানান, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও খাগুড়িয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা চলছে। এ সময় মান্দারী স্কুল একটি গোল দিলে স্কুলটির শিক্ষার্থীরা আনন্দে চিৎকার করে ওঠে। এতেই ক্ষিপ্ত হয়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নামধারী ছেলেরা ধারালো রামদা, চাপাতি ও রড নিয়ে অতর্কিত হামলা করে মান্দারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
×