ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:৪২, ৬ সেপ্টেম্বর ২০১৮

 জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৯ সালের এইদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের ডায়াবেটিক সমিতি এ দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষে সমিতি ও বারডেমসহ এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮টায় কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় বারডেম মিলনায়তনে (৩য় তলা) বিশেষজ্ঞ ডাক্তার ও রোগীদের আলোচনা এবং দুপুর ১২টায় ডাঃ মোহাম্মদ ইব্রাহিম স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এত প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, এমপি। স্মৃতিচারণ করবেন- সাবেক সচিব ও সাবেক তথ্য কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের এবং বাডাস-এর আজীবন সদস্য স্থপতি শাহ আলম জহিরউদ্দিন। এছাড়া বক্তব্য রাখবেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন ও বারডেম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত মহাপরিচালক জাফর এ লতিফ। সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান। অনুষ্ঠান শেষে ‘স্বাস্থ্যসেবায় ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের জীবন ও আদর্শ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বেলা সাড়ে ১১টায় বারডেম মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’। এতে বক্তব্য রাখবেন ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশন, ডেনমার্ক-এর বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ড. অনিল কাপুর। -বিজ্ঞপ্তি
×