ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমান বাহিনী প্রধান কঙ্গো গেছেন

প্রকাশিত: ০৪:৪১, ৬ সেপ্টেম্বর ২০১৮

বিমান বাহিনী প্রধান কঙ্গো গেছেন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সরকারী সফরে বুধবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও মালি পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বিমান বাহিনী প্রধান কঙ্গোতে পৌঁছলে সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। মিশন এলাকায় অবস্থানকালে তিনি ব্যানএয়ার’র বিভিন্ন ইউনিট পরিদর্শন ছাড়াও কঙ্গোর বুনিয়া ও ডুঙ্গুতে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি কন্টিনজেন্ট-এ (বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিট, বাংলাদেশ এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও বাংলাদেশ এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) অনুষ্ঠিতব্য মেডেল প্যারেডে প্রধান অতিথি থাকবেন। এছাড়াও তিনি কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ মিশন এলাকার ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান দেশে ফেরার পূর্বে তুরস্ক সফর করবেন। সেখানে তিনি তুরস্ক বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও পেশাগত বিষয়ে মত বিনিময় করবেন। - আইএসপিআর
×