ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একতাই বল ॥ পোগবা

প্রকাশিত: ০৬:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৮

একতাই বল ॥ পোগবা

স্পোর্টস রিপোর্টার ॥ দু’বছর আগে ইউরো ফাইনালে যে ভুল ফ্রান্স করেছিল এবার তার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়ে দিয়েছিলেন পল পোগবা। সেবার বিশ্বসেরা জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠেও ফ্রান্স অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় পর্তুগালের কাছে। এবারও সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে দাপট নিয়ে জিতেছে ফরাসীরা। পোগবা নিজে কিন্তু লুকা মডরিচরা পিছিয়ে থেকে শুরু করবেন এমনটা মনে করেননি। তাই ‘ফাইনালে ফ্রান্স ফেবারিট’ এমন ভাবনার কথাও বলেননি কাপ জয়ের আগে। পোগবা বললেন সার্বিক পরিস্থিতির ব্যাপারে আমরা বেশ সচেতন ছিলাম। পন করেছিলাম দু’বছর আগের ভুল এবার আমরা করব না। তাই পুরো দলটাই প্রচুর খেটেছে। যে কোন অবস্থায় কাপ নিয়ে ফেরাটাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য। কার্যত সেটা আমরা করে দেখিয়ে দিয়েছি। নিজের বক্তব্যের সপক্ষে এই তরুন তারকা ফরোয়ার্ড আরও যোগ করলেন, ‘ইউরোয় সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে জিতেই আমরা ধরে নিয়েছিলাম ফাইনাল খেলে ফেললাম। কিন্তু বিশ্বকাপের ফাইনালের আগে আমাদের সেই মানসিকতা ছিল না। মিথ্যে কথা বলব না। সেবার সেমিফাইনালকেই আমরা ফাইনাল ধরে নিয়েছিলাম। তারপর ফাইনালে হেরে যাই। সেদিনই বুঝেছিলাম ফাইনালে হারতে কেমন লাগে। তাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম রাশিয়ায় এবার যে করেই হোক কাপ জিততে হবে। অতীতের মতো এবার আর তেমন কিছু ঘটুক, আমরা কেউ চাইনি। এখানেই থামেননি পোগবা। দু’বছর আগের ইউরো ফাইনালের স্মৃতি এখনও তাকে তাড়া করে। তার কথায়, পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামার আগেই আমরা ধরে নিয়েছিলাম জিতে গেছি। আর সেই ধরে নেয়ার পরিণতি কি হয়েছিল তা সবাই দেখেছেন। শুধু আমরা কেন, কোন দলই এমন ভুল সচরাচর দ্বিতীয়বার করে না। রাশিয়ায় ফাইনালে আমরা তা করিনি বলেই লক্ষ্য অর্জনে সফল হয়েছিলাম, বলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা। ফ্রান্সের বিরুদ্ধে ‘নেতিবাচক’ ফুটবল খেলার অভিযোগ এনেছেন বেলজিয়ামের ফুটবলাররা। ঘটনা হচ্ছে ফরাসীরা এবার আর্জেন্টিনা, উরুগুয়ে, বেলজিয়ামের মতো দলকে নক আউটে হারিয়েছে টাইব্রেকারের সাহায্য ছাড়াই। পাশাপাশি ক্রোয়েশিয়া নকআউটে ডেনমার্ক ও রাশিয়াকে হারিয়েছে টাইব্রেকারে। এমনকি সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে তাদের অতিরিক্ত সময় খেলতে হয়েছে। পোগবা কিন্তু মনে করেন এই ধরনের তথ্য দিয়ে এটা বলে দেয়া যায় না যে, ক্রোয়েশিয়াকে ফাইনালে উঠতে হয়েছে বেশি লড়াই করে। ফ্রান্সের তারকার মন্তব্য, ‘ওদের জন্য ইংল্যান্ডের ম্যাচটা সত্যিই কঠিন ছিল। সবচেয়ে বড় কথা ওরা পিছিয়ে ছিল। কিন্তু ক্রোয়েশিয়া মানসিকভাবে খুবই শক্তিশালী। তাই সবাই ধরে নিয়েছিলাম ফাইনালে ওরা অত সহজে আমাদের কাপ নিয়ে যেতে দেবে না। এই হিসেব মাথায় রেখেই আমরা মাঠে নামি। কোচ যে পরিকল্পনা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন সেটা মাঠে শতভাগ প্রয়োগে সক্ষম হয়েছিলাম বলেই সাফল্য ধরা দেয়। এবারের ফ্রান্স দল নিয়ে পোগবার বিশ্লেযণ, ‘আমরা প্রথম থেকেই একই রকমভাবে খেলেছি। এটা খুব ভাল লক্ষণ ছিল বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে। আমাদের বেলায় অন্তত কোন ম্যাচ খারাপ, কোন ম্যাচ ভাল এ রকম হয়নি। আমাদের মুল শক্তি ছিল একতা। এই শক্তির ওপর ভর করেই আমরা কাপটা জয় করেছি।’ এই নিয়ে তিনবার বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। জিনেদিন জিদানদের সময়ই শুধু তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবার দীর্ঘ ২০ বছর পর তার পুনরাবৃত্তি হলো।
×