ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন ফেদেরার

প্রকাশিত: ০৬:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৮

ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনে এমন পরাজয় আগে কখনও দেখেননি সুইজারল্যান্ডের রজার ফেদেরার। এবার তাকে সেই তিক্ত স্বাদ উপহার দিয়েছেন ৫৫ নম্বর র‌্যাঙ্কিংধারী অস্ট্রেলিয়ার জন মিলম্যান। ৪১ বার এটিপি র‌্যাঙ্কিংয়ে ৫০-এর বাইরে থাকা খেলোয়াড়ের বিপক্ষে মুখোমুখি হয়ে এবারই প্রথম হার ২০ গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরারের। চতুর্থ রাউন্ডে তিনি মিলম্যানের কাছে হার মেনেছেন ৩-৬, ৭-৫, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৩) সেটে। তবে কোয়ার্টার ফাইনালে দাপটের সঙ্গেই উঠে গেছেন ৬ নম্বর বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ, ৭ নম্বর বাছাই ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ও ২১ নম্বর বাছাই জাপানের কেই নিশিকোরি। শেষ আটে মিলম্যান মুখোমুখি হবেন জোকোভিচের। সবাই অধীর অপেক্ষায় ছিলেন। কোয়ার্টার ফাইনালে এবার ইউএস ওপেনে একটি মহারণ হবে দীর্ঘদিন পর। কোন গ্র্যান্ডস্লামে ফেদেরার-জোকোভিচের লড়াই হয়নি অনেকদিন। ইউএস ওপেনের শেষ আটে সেই সম্ভাবনা ছিল। কিন্তু ফেদেরার চতুর্থ রাউন্ডের গ-িই পেরোতে পারলেন না। অস্ট্রেলিয়ান অবাছাই তারকা মিলম্যানের বিপক্ষে ফেদেরার হেরে যাবেন এটা হয়তো কারও কল্পনাতেও ছিল না। কিন্তু ২৯ বছর বয়সী মিলম্যান ক্যারিয়ারের সেরা ম্যাচটি জিতলেন। আর্থার এ্যাশ স্টেডিয়ামে ৩ ঘণ্টা ৩৫ মিনিটে যে চারটি সেটের লড়াই হয়েছে তার মধ্যে মিলম্যানই জিতেছেন তিনটি। প্রথম সেটটাই তিনি হেরে যান ৬-৩ গেমে। তখন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু এরপর তীব্র লড়াইয়ের সুফল পেয়ে টানা তিনটি সেটে জয় তুলে নেন মিলম্যান ৭-৫, ৭-৬ (৯-৭) ও ৭-৬ (৭-৩) সেটে। ২০১৩ সালে টমি রবরেডোর কাছে সরাসরি সেটে এই চতুর্থ রাউন্ডেই সুইস তারকা ফেদেরার হেরেছিলেন। এছাড়া গত ৪ বছরে কখনও কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেননি তিনি। হারের পর ফেদেরার বলেন, ‘তীব্র গরমের মধ্যে আমার মনে হচ্ছিল কোন বাতাস টানতে পারছি না। প্রচুর ঘামছিলাম এবং খুবই অস্বস্তিবোধ করছিলাম। জন খুব ভালভাবে এটার সঙ্গে মানিয়ে নিয়েছে কারণ বিশ্বের সবচেয়ে আর্দ্র শহরের একটি ব্রিসবেন থেকে এসেছে সে।’ প্রথমবারের মতো কোন গ্র্যান্ডস্লামের চতুর্থ রাউন্ডে ওঠার পর মিলম্যান বলেন, ‘আমার মধ্যে কিছুটা অবিশ্বাস কাজ করছে এবং রজারের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। তিনি অনেকদিন ধরেই আমার নায়ক। এই খেলায় তার অনেক অবদান। আমি পা নাড়াতে পারছি না, তিনি আমাকে কোর্টে তাড়িয়ে বেড়িয়েছেন।’ ফেদেরার বিদায় নিলেও জোকোভিচ এগিয়ে চলেছেন বেশ ভালভাবেই। চতুর্থ রাউন্ডেও এ সার্বিয়ান পর্তুগালের অবাছাই জোয়াও সুসাকে সরাসরি ৬-৩, ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে দিয়েছেন। শেষ আটে তিনি পেয়েছেন ফেদেরারের পরিবর্তে মিলম্যানকে। এছাড়া চিলিচ ৭-৬ (৮-৬), ৬-২, ৬-৪ সেটে ১০ নম্বর বাছাই বেলজিয়ামের ডেভিড গোফিনকে হারিয়ে উঠেছেন শেষ আটে। সেখানে তার প্রতিপক্ষ জাপানোর নিশিকোরি। জাপানের তারকা ৬-৩, ৬-২, ৭-৫ সেটে জার্মানির ফিলিপ কোলশ্রেইবারকে পরাজিত করেন। অপর দুই কোয়ার্টারে রাফায়েল নাদাল- ডোমিনিক থিয়েম এবং জুয়ান ডেল পোত্রো-জন ইসনার মুখোমুখি হবেন।
×