ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ হারের পর যা বললেন কোহলি...

প্রকাশিত: ০৮:০৩, ৪ সেপ্টেম্বর ২০১৮

সিরিজ হারের পর যা বললেন কোহলি...

স্পোর্টস রিপোর্টার ॥ প্রবল প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত সাউদাম্পটন টেস্টে ৬০ রানে হেরে গেছে ভারত। এক ম্যাচ আগেই পাঁচ টেস্টের সিরিজটা ৩-১এ হাতছাড়া হয়েছে নাম্বার ওয়ানদের। ২৪৫ রানের জয়ের লক্ষ্যে নামা সফরকারীরা চতুর্থ দিনে অলআউট ১৮৪ রানে। চেতেশ্বর পুজারার সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৭৪। ইংল্যান্ড ২৪৬ ও ২৭১। পুরো সিরিজে ব্যাট হাতে দলকে একাই টেনেছেন কোহলি। কেউই অধিনায়ককে সেভাবে সঙ্গ দিতে পারেননি। এমনকি প্রতিপক্ষ টেল-এন্ডারদের চেয়েও ভারতীয়রা ছিল অনেক পিছিয়ে। হারের জন্য যেটিকে বড় করে দেখছেন সফরকারী ক্যাপ্টেন। তবে চার ম্যাচের একটিতে জয় ও আরও দুটিতে দারুণ লড়াই থেকে ইতিবাচক কিছু খোঁজার চেষ্টা করছেন সুপার উইলোবাজ। স্পোর্টসম্যানশিপের উদাহরণ দিয়ে প্রতিপক্ষের প্রশংসাও করেছেন কোহলি। ‘ইংল্যান্ড ক্রিকেটাররা অক্লান্ত ভাবে চাপটা রেখে গেছে। ম্যাচের কঠিন মুহূর্তগুলোতে আমাদের চেয়ে বেশি সাহস দেখিয়েছে। বিশেষ করে ওদের টেল-এন্ডার ব্যাটসম্যানদের সঙ্গে আমাদের পার্থক্য ছিল অনেক।’ বলেন কোহলি। তরুণ ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরানের প্রশংসা করে তিনি আরও যোগ করেন, ‘সে দারুণ একজন ক্রিকেটার। আমি স্যাম কুরানকে অভিনন্দন জানাতে চাই।’ এজবাস্টন এবং সাউদাম্পটন দু-জায়গাতেই জেতার মতো অবস্থা ছিল কোহলিদের এবং দুটো মাঠেই কুরান কাঁটা হয়ে বিঁধলেন। ভারত অধিনায়ক তাই জানেন, মঈন আলি ম্যাচসেরা হলেও কে তাদের সিরিজ থেকে ছিটকে দিয়েছে। এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে চেপে ধরার পরেও ব্যাট হাতে কুরান-ঝড় ভারতের সামনে টার্গেট স্কোর বাড়িয়ে দেয়। এখানেও প্রথম ইনিংসে ৮৬-৬ থেকে কুরানের ৭৮ ইংল্যান্ডকে পৌঁছে দেয় ২৪৬ রানে। দ্বিতীয় ইনিংসেও বাঁ হাতি অলরাউন্ডার করেন ৪৬। ভারত অধিনায়ক যদিও ম্যাচে কী হলো না তার চেয়ে বেশি করে ইতিবাচক দিকগুলো খুঁজতে চান। তিনি, ‘অনেক কিছু নিয়েই আলোচনা করা যেতে পারে। অনেক কিছু ঘটেছে এই টেস্টে। কোনটা হলে কী হতো, কোনটা না ঘটলে আমরা জিততে পারতাম কি না, সে সব নিয়ে কথা বলা যেতে পারে। তবে খুব নেতিবাচক দিক নেই।’ দল যে লড়াই করেছে, সেটা কোহলিকে যন্ত্রণার মধ্যে কিছুটা হলেও সান্ত¦না দিচ্ছে, ‘লর্ডস টেস্ট বাদ দিলে আমার মনে হয় না কোন ম্যাচ একপেশে হয়েছে। দুটো দল সমানে-সমানে লড়াই করেছে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এটাই। সিরিজের ফয়সালা হয়ে গেলেও ওভালে আমরা একই রকম তীব্রতা নিয়ে মাঠে নামব।’ ইংল্যান্ডে ভারত সিরিজ হারলেও নতুন রেকর্ড করেছেন কোহলি। অধিনায়ক হিসেবে টেস্টে ৪০০০ রান করেন তিনি। যা এর আগে কোন ভারতীয় অধিনায়ক করতে পারেননি। সঙ্গীদের ব্যর্থতার মাঝে চার টেস্টে ভারত অধিনায়ক ঠিক সেই রান করে গেছেন। সিরিজে ২৯ বছর বয়সী ৫৭.০২ গড়ে এ পর্যন্ত করেছেন ৫৪৪ রান। যার মধ্যে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১৫০০ রানও করে ফেললেন কোহলি। এই তালিকায় তিনি ছয়ে। শীর্ষে গ্রেট শচীন তেন্ডুলকরের রান ২৫৩৫। বিদেশে টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ডও এখন কোহলির দখলে। সৌরভ গাঙ্গুলীর ১৬৯৩ রান এতদিন ছিল বিদেশে ভারতীয় অধিনায়কের সর্বাধিক রান। এবার কোহলি সেটি টপকে গেছেন।
×