ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান দখলের প্রতিবাদ

প্রকাশিত: ০৭:১৯, ৪ সেপ্টেম্বর ২০১৮

সুনামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান দখলের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ৩ সেপ্টেস্বর ॥ জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে জাল চুক্তিনামা তৈরি করে স্থানীয় প্রভাবশালীদের দ্বারা একটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমির আব্দুল হাই মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ নূরুল হক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্যবসায়ী মোঃ নূরুল হকের ভাই নবী হোসেন। লিখিত বক্তব্যে তিনি জানান, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে একটি দোকানঘর ভাড়া নিয়ে দীর্ঘ ছয় বছর ধরে মুদি দোকানের ব্যবসা পরিচালনা করে আসছিলেন নূরুল হক। সম্প্রতি ভাড়া নেয়া দোকানকোঠার মালিকপক্ষ ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রির জাল দলিল তৈরি করে পুলিশের যোগসাজসে তাকে দোকান থেকে বের করে দেয়। অভিযোগকারী নূরুল হক তার বক্তব্যে বলে, আদালতের নির্দেশ থাকার পরও উল্টো প্রতিপক্ষের সঙ্গে গোপন আঁতাত করে, অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে তাদের দেয়া একটি মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে দেয় পুলিশ। পরে বিষয়টি জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম মধ্যস্থতায় মীমাংসা করে দেয়ার কথা বলে থানায় ডেকে নেয়া হয়। এ সময় ওসিসহ প্রভাবশালী সুদখোর নুরু মিয়া মিথ্যা দলিলে স্বাক্ষর করতে বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এসব নির্যাতনের পরও তাদের কথামতো স্বাক্ষর না করায় তাকে জেলহাজতে পাঠিয়েছে বলে অভিযোগ নূরুল হকের। টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে টেকনাফ মডেল থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ জিয়াউর রহমান নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। সোমবার ভোরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের প্রবেশমুখ থেকে এ রোহিঙ্গা সন্ত্রাসীকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবক নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি ব্লকের, ১০৪১ নংশেডের সিরাজুল ইসলামের ছেলে। তার এমআরসি নং- ৪৪৬৫৯। ধৃত রোহিঙ্গা একজন পেশাদার ডাকাত বলে জানিয়েছেন স্থানীয়রা।
×