ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গুরুদাসপুরে স্কুলের খেলার মাঠ সংস্কার দাবি

প্রকাশিত: ০৭:১৮, ৪ সেপ্টেম্বর ২০১৮

গুরুদাসপুরে স্কুলের খেলার মাঠ সংস্কার দাবি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ সেপ্টেম্বর ॥ উঁচু নিচু মাঠ। বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। খেলার অনুপযোগী মাঠের কারণে বঙ্গবন্ধু গোল্ডকাপটিও আয়োজন করা যায়নি। নাটোরের গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এমনই অবস্থা নিরসনের দাবিতে গুরুদাসপুর থানা-শাপলা চত্বরে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ ক্রীড়ামোদি জনসাধারণ। ‘অবহেলা অযতেœ মাঠ হয়েছে নষ্ট, একটুখানি খেলতে গেলে পোহাতে হয় কষ্ট, উঁচু নিচু মাঠের মাটি বড় বড় ঘাস, বৃষ্টি হলে জমে পানি করব কি মাছ চাষ...?’ এমন অসংখ্য স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ ওই মানববন্ধনে অংশ নেন। এর আগে শিক্ষার্থীদের উদ্যোগে মাঠ সংস্কারের দাবি সম্বলিত ব্যানার হাতে বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। খেলার এই মাঠের এমন করুণদশার ব্যাপারে গুরুদাসপুর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ কুমার কাশি বলেন, এই মাঠটি গুরুদাসপুর উপজেলার কেন্দ্রীয় মাঠ। জাতীয় অনুষ্ঠানসহ সকল ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। গত ১৬-১৭ অর্থবছরে মাঠ সংস্কারের জন্য সংসদ সদস্য অর্থ বরাদ্দ দিয়ে মাঠটি সংস্কারের ব্যবস্থা করেছেন। সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাঠটি খেলার অনুপযোগী হওয়ায় মাইকিং হওয়ার পর বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজ মাঠে ভেন্যু করা হয়। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে।
×