ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের কাছে সিরিজ হারল ভারত

প্রকাশিত: ০৮:২৩, ৩ সেপ্টেম্বর ২০১৮

ইংল্যান্ডের কাছে সিরিজ হারল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে থাকতেই ইংল্যান্ডের কাছে সিরিজ হারল ভারত। সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টে ৬০ রানে হারে ভারত। মঈন আলীর স্পিন ঘূর্ণির সামনেই কুপোকাত হয়ে যায় ভারত। ২৪৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানেই গুটিয়ে যায় ভারত। এই টেস্ট হারে ৩-১ ব্যবধানে সিরিজ হারও নিশ্চিত হয় বিরাট কোহলির দলের। প্রথম দুই টেস্টে ইংল্যান্ড জেতে। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় টেস্টে হারে ইংল্যান্ড। তাতে করে সিরিজে ২-১ ব্যবধান দাঁড়ায়। চতুর্থ টেস্ট যদি ভারত জিতত, তাহলে সিরিজে ২-২ সমতা আসত। আর হার মানেই সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়া। তাই হলো। চারদিন না যেতেই হার হয়ে যায় ভারতের। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৬০ রান করেছিল ইংল্যান্ড। চতুর্থদিনের শুরুতেই আর ৯ রান যোগ করতেই অলআউট হয় ইংলিশরা। মধ্যাহ্ন বিরতির আগে ভারতেরও ৩ উইকেট খতম হয়ে যায়। ২২ রানেই ৩ উইকেট হারায় কোহলির দল। তখনই যেন ভারতের হারের পথ তৈরি হতে থাকে। চতুর্থ উইকেট জুটিতে বিরাট কোহলি ও আজাঙ্কে রাহানে মিলে আশা দেখান। দুইজন মিলে শতরানের (১০১ রান) জুটিও গড়েন। কিন্তু যেই ১২৩ রানে গিয়ে ৫৮ রান করা কোহলিকে আউট করে দেন মঈন, খেলা ইংল্যান্ডের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর দেখতে দেখতে তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকে। মঈন একের পর এক উইকেট নিজের ঝুলিতে ভরতে থাকেন। ১৮৪ রানে গিয়ে অলআউটই হয়ে যায় ভারত। রাহানে ৫১ রান করেন। মঈন প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে যান। টেস্টটিতে ইংল্যান্ড টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ২৪৬ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। আট নম্বরে ব্যাট করতে নেমে স্যাম কুরান ৭৮ রানের ইনিংস না খেললে ইংল্যান্ড আরও আগেই গুটিয়ে যেত। এরপরও প্রথম ইনিংস একদিনের আগেই ফুরায়। জবাব দিতে নেমে ভারত যে খুব বেশি দূর এগিয়ে যেতে পেরেছে, তেমনটি নয়। প্রথম ইনিংসে ২৭৩ রান করতে পেরেছে। চেতেশ্বর পুজারার অপরাজিত ১৩২ রানেই তা সম্ভব হয়েছে। তাতে করে প্রথম ইনিংসে ২৭ রানে এগিয়েও যেতে সক্ষম হয় ভারত। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২৭১ রান করতে পারে। এবার জস বাটলারের ৬৯ রানের সঙ্গে জো রুটের ৪৮, কুরানের ৪৬ রানে ভারতের সামনে ২৪৫ রানের টার্গেটম দেয় ইংল্যান্ড। হাতে থাকে দুই দিন। কিন্তু ভারত ১৮৪ রানের বেশি দ্বিতীয় ইনিংসে করতেই পারল না। সিরিজ হারও হয়ে গেল। স্কোর \ ইংল্যান্ড প্রথম ইনিংস ২৪৬/১০; কুরান ৭৮; বুমরাহ ৩/৪৬ ও দ্বিতীয় ইনিংস তৃতীয় দিন শেষে ২৬০/৮; কুরান ৩৭* ও চতুর্থদিন ২৭১/১০; বাটলার ৬৯, রুট ৪৮, কুরান ৪৬; শামি ৪/৫৭। ভারত প্রথম ইনিংস ২৭৩/১০; পুজারা ১৩২*; মঈন ৫/৬৩ ও দ্বিতীয় ইনিংস ১৮৪/১০; কোহলি ৫৮, রাহানে ৫১, অশ্বিন ২৫; মঈন ৪/৭১। ফল \ ভারত ৬০ রানে পরাজিত। ম্যাচ সেরা \ মঈন আলী (ইংল্যান্ড)। সিরিজ \ পাঁচ ম্যাচের সিরিজে চার ম্যাচ শেষে ইংল্যান্ড ৩-১ ব্যবধানে এগিয়ে।
×