ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ১০ মাঝিমাল্লাসহ ফিশিংবোট অপহৃত

প্রকাশিত: ০৫:৪২, ৩ সেপ্টেম্বর ২০১৮

 বাঁশখালীতে ১০  মাঝিমাল্লাসহ  ফিশিংবোট  অপহৃত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২ সেপ্টেম্বর ॥ বঙ্গোপসাগরের মোহনায় জলকদর খালের চট্টগ্রামের বাঁশখালীর খাটখালী এলাকা থেকে ১০ মাঝিমাল্লাসহ ফিশিংবোট ছিনিয়ে নিয়েছে জলদস্যুরা। শুক্রবার রাতে অপহরণ হওয়া ১০ মাঝিমাল্লাসহ ফিশিংবোটটির রবিবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত কোন হদিস না পাওয়ায় অজানা আশঙ্কায় ভুগছে পরিবারের সদস্যরা। এ বিষয়ে অপহৃত ফিশিংবোটটির মালিক মৌলভী আবদুল খালেক বলেন, জলদস্যুদের দ্বারা অপহৃত আমার এফবি আল্লাহ মালিক ফিশিংবোটটি সম্পর্কে থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাছাড়া প্রতিনিয়ত জলদস্যুরা ফিশিংবোট ও জলদস্যুদের ছেড়ে দেয়ার বিষয়ে মুক্তিপণ দাবি করে আসছে। জানা যায়, গত শুক্রবার রাতে বাঁশখালীর শেখেরখীল ফাঁড়ির মুখ এলাকার ব্যবসায়ী মৌলভী আবদুল খালেক এর এফবি আল্লাহ মালিক ফিশিংবোটটি বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য খাটখালী এলাকায় যায়। এ সময় ডেনিসবোট নিয়ে আসা জলদস্যুর দল ফিশিংবোটে হানা দিলে বোটের মাঝি আবু শামাসহ ৪ মাঝিমাল্লা বোট থেকে সাগরে ঝাঁপ দিয়ে ফিরে আসে। কিন্তু অপর ১০ মাঝিমাল্লাসহ ফিশিংবোটটি নিয়ে যায় জলদস্যুরা। এদিকে অন্যান্য সময় জলদস্যুরা বোট ও মাঝি মাল্লাদের জিম্মী করে বিকাশে টাকা দাবি করে দাবিকৃত টাকা পেলে তাদের ছেড়ে দিলেও এফবি আল্লাহ মালিক ফিশিংবোটটি ছিনিয়ে নেয়ার পর থেকে কোন ধরনের যোগাযোগ না করায় অজানা আশঙ্কায় ভুগছে অপহরণকৃত ওই ১০ মাঝিমাল্লার পরিবার। এ বিষয়ে বোট মালিক সমিতির সভাপতি মোঃ এয়ার আলী বলেন, ১০ মাঝিমাল্লাসহ ফিশিংবোটটি ছিনিয়ে নেয়ার পর প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হয়েছে। জলদস্যুদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন ধরনের খবর পাওয়া যায়নি তারা কোথায় এবং কেমন আছে। তিনি আরও বলেন প্রতিনিয়ত জলদস্যুরা আমাদের সর্বস্ব লুট করে নিলেও আমরা কোনরূপ প্রতিকার পাই না।
×