ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবিধানের দোহাই দিয়ে পার পাবে না সরকার ॥ রিজভী

প্রকাশিত: ০৫:২৫, ৩ সেপ্টেম্বর ২০১৮

সংবিধানের দোহাই দিয়ে পার পাবে না সরকার ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন করে তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ পার পাবে না। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, যতই অপচেষ্টা করুন না কেন আপনাদের এবার বিদায় নিতেই হবে। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙ্গে নির্বাচন দিতে হবে। আর নির্বাচনে সেনামোতায়েন করতে হবে। জনগণের ভোট জনগণ দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোন বিকল্প নেই। সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, জালিয়াতির মেশিন ইভিএম ব্যবহার নিয়ে নীলনক্সা বন্ধ করুন। পৃথিবীর অন্যান্য স্বল্প সংখ্যক দেশে যারা ইভিএম চালু করেছিল তারাও এ পদ্ধতি নিষিদ্ধ করেছে। অথচ সকল প্রতিবাদ উপেক্ষা করে কেন এ গণবিরোধী সরকার ইভিএম মেশিন দিয়ে ভোট করতে চায়, সেটি এখন জনগণ টের পেয়ে গেছে। খালেদা জিয়ার মুক্তি দাবি করে রিজভী বলেন, জামিন পেলেও আবার তা নানা কায়দায় আটকে দিচ্ছে সরকার। সরকারের নির্দেশেই খালেদা জিয়া কারাগারে আটকে আছে। তিনি সুবিচারে নয় প্রতিহিংসামূলক বিচারে কারাবন্দী। তাঁর কারাবন্দীত্ব শুধু সরকারের প্রতিহিংসার শিকারে। তিনি বলেন, জনগণের আন্দোলন পৃথিবীর কোথাও ব্যর্থ হয়নি, আমরাও ব্যর্থ হব না। যেই দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলছে তাতে আমরা ব্যর্র্থ হব না, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।
×