ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ম্যাককেইনের প্রার্থনা সভায় আমন্ত্রণ পাননি ট্রাম্প

প্রকাশিত: ০৫:২৩, ৩ সেপ্টেম্বর ২০১৮

  ম্যাককেইনের প্রার্থনা সভায় আমন্ত্রণ  পাননি ট্রাম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন সিনেটর প্রয়াত জন ম্যাককেইনের স্মরণে শনিবার প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে ভিয়েতনাম যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা সাবেক এই সেনার প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রার্থনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠানে ম্যাককেইনের পরিবারের সদস্যদের পাশাপাশি সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডাব্লিউ বুশ অংশ নেন। খবর বিবিসি ও এএফপির। তবে প্রার্থনায় ট্রাম্প অংশ না নিলেও তার মেয়ে ইভাঙ্কা ও জামাতা জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন। গত সপ্তাহে ৮১ বছর বয়সে মারা যান যুক্তরাষ্ট্রের সিনিয়র রাজনীতিক ম্যাককেইন। স্থানীয় সময় রবিবার মেরিল্যান্ডের এ্যানাপোলিসের মার্কিন নেভাল একাডেমিতে তাকে সমাহিত করার কথা। ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে আয়োজিত প্রার্থনা সভার শুরুতে ম্যাককেইনের মেয়ে মেগান ম্যাককেইন বলেন, আমরা আমেরিকার একজন মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সমবেত হয়েছি। তিনি আরও বলেন, জন ম্যাককেইনের আমেরিকাকে আর মহান হওয়ার দরকার নেই। কারণ আমেরিকা প্রকৃত অর্থে একটি মহান দেশ। এ সময় বাবা ম্যাককেইনকে একজন খাঁটি দেশপ্রেমিক, অনন্য সাধারণ, যোদ্ধা ও নেতা হিসেবে উল্লেখ করেন। সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন, ম্যাককেইনের সঙ্গে আমার প্রচুর মতপার্থক্য ছিল। তবে আমরা একই আদর্শের। এ সময় জর্জ বুশও ম্যাককেইনের সাহসিকতা, সততার প্রতি সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানে সাবেক মার্কিন সিনেটর জো লিবারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারও উপস্থিত ছিলেন।
×