ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সাবেক সরকারী কর্মকর্তার লাশ উদ্ধার ॥ স্ত্রী ও ছেলে গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৯, ৩ সেপ্টেম্বর ২০১৮

  নারায়ণগঞ্জে সাবেক সরকারী কর্মকর্তার লাশ উদ্ধার ॥  স্ত্রী ও ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর জামতলা তারা মসজিদ এলাকা থেকে শনিবার রাতে শাহাদাত হোসেন (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে মৃত শাহাদাত হোসনের স্ত্রী বিলকিস বেগম, একমাত্র ছেলে বিল্লাল হোসেন শাকিব ও বড় মেয়ে শামীমা আক্তার নিপাকে আসামি করে মামলা দায়ের করেছে। রবিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় এ মামলাটি দায়ের করা হয়। পুলিশ স্ত্রী বিলকিস বেগম ও বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে। জানা গেছে, শনিবার রাতে জামতলা তারা মসজিদ এলাকার নিজ বাসা থেকে শাহাদাত হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। শাহাদাত হোসেন ঢাকার সেগুনবাগিচার এজিবি অফিসের সিনিয়র অডিটর পদ থেকে ৫ বছর আগে অবসর গ্রহণ করেন। একটি সূত্র জানায়, আর্থিক বিষয় নিয়ে শাহাদাত হোসেনের সঙ্গে পারিবারিকভাবে অশান্তি চলে আসছিল। ফতুল্লা মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, উদ্ধারকৃত লাশের শরীরে পূর্বের কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অন্যদিকে নগরীর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় জাহাজের সঙ্গে ট্রলারের সংঘর্ষের আশঙ্কায় শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয়ার দুইদিন পর নিখোঁজ তরুণ কামাল হোসেনের লাশ রবিবার সকাল সাড়ে ৯টায় উদ্ধার করা হয়েছে। নগরীর সৈয়দপুরের কয়লাঘাট এলাকায় কামাল হোসেনের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। পরে তারা লাশটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। কামাল হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকার মৃত রহমান মিয়ার ছেলে ও নয়ামাটি এলাকায় একটি হোসিয়ারি কারখানার শ্রমিক ছিল।
×