ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্তানসহ মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৪:২৩, ৩ সেপ্টেম্বর ২০১৮

 সন্তানসহ মুক্তিযোদ্ধা   হত্যার প্রতিবাদে  সমাবেশ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পাবনার সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান ‘মুক্তি খাতুনসহ’ সারাদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ডোমার উপজেলায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ডোমার উপজেলা শাখা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি আল-আমীন রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ সাদাত সুপ্ত, তানভির ইসলাম তন্ময়, হুমায়ুন কবির রাকিব, প্রমুখ বক্তব্য রাখেন। . জামালপুর নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, পাবনায় মুক্তিযোদ্ধা কন্যা মুক্তি খাতুনকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের গ্রেফতার ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখা। রবিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি শাহজাদা হোসেন আকন্দের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান হিরু, সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ স্বপন, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মাসুদ, ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
×