ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সালাউদ্দিন আশাবাদী সাফের দল নিয়ে

প্রকাশিত: ০৬:৫৮, ২ সেপ্টেম্বর ২০১৮

 সালাউদ্দিন আশাবাদী সাফের দল নিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সাকসেস ইজ সাকসেস। সফলতার কোন বিকল্প নেই। সাফ চ্যাম্পিয়ন একটা পার্ট, এটা আমাদের ভাল খেলতেই হবে। আমি এই দল নিয়ে খুব আশাবাদী। কারণ খেলোয়াড়রা কাতার এবং দক্ষিণ কোরিয়ায় গিয়ে অনুশীলন করেছে। এরপর ইন্দোনেশিয়ায় টুর্নামেন্ট খেলেছে এবং ফিফা ফ্রেন্ডলি ম্যাচও খেলেছে। আমরা আমাদের কাজ করে দিয়েছি। এখন খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কাজ করতে হবে। আপনাদের কাজ হলো আমাদের কাভার করা, আমাদের কাজ হলো আপনাদের প্রভাইড করা। আমরা সবাই জিতে ভাগ করে কাজগুলো করি, তাহলে অবশ্যই সফলতা আসবে।’ কথাগুলো কাজী মোঃ সালাউদ্দিনের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এই সভাপতি নিজেও ছিলেন একজন কিংবদন্তি ফুটবলার। ১৯৮৪ সালে তিনি যখন চিরতরে ফুটবল খেলা থেকে (ক্লাব ফুটবল) অবসর নেন, তখনও সাফ চ্যাম্পিয়নশিপ শুরুই হয়নি (শুরু হয় ১৯৯৩ সাল থেকে, অবশ্য ১৯৮৪ সাল থেকে সাউথ এশিয়ান গেমসে অন্যান্য ইভেন্টের সঙ্গে ফুটবলও শুরু হয়, সেবার বাংলাদেশ রানার্সআপ হয়েছিল, সেই দলে সালাউদ্দিন ছিলেন না, এর আগের বছরেই তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন)। নিজের ক্যারিয়ারে সবকিছু অর্জন করলেও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নেই তার সাফল্যের ঝুলিতে। তাই স্বপ্ন দেখেন বাফুফের সভাপতি হিসেবে অন্তত একবারের জন্য হলেও সাফের শিরোপাটা জিততে। আর সে জন্যই বেশ আশাবাদী তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বিশ্বাস আগামী ৪ সেপ্টেম্বর থেকে যে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে তাতে সেখানে ভাল ফলাফল করতে চাই। আমরা এখানে জাতিকে চ্যাম্পিয়নশিপ উপহার দিতে চাই এবং এটাই আমাদের প্রত্যাশা।’
×