ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সতর্ক করা হলো সৈকতকে, শুনানিতে হাজির হননি নাসির হোসেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয়মাস নিষিদ্ধ সাব্বির

প্রকাশিত: ০৬:৫৪, ২ সেপ্টেম্বর ২০১৮

 আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয়মাস নিষিদ্ধ সাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক শাস্তি কপালে জুটছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হওয়ার শাস্তি পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি এ শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সাব্বিরকে। এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ শাস্তির অনুমোদন দিলেই রবিবার থেকেই তা কার্যকর হবে। শনিবার তিন ক্রিকেটারের শুনানি ছিল। শৃঙ্খলা কমিটির কাছে জবাবদিহিতার জন্য নিজেদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়েছিল। সাব্বির রহমান শুনানিতে হাজির হন। মোসাদ্দেক হোসেন সৈকতও হাজির হন। নাসির হোসেন পায়ে আঘাত পাওয়ার পর অস্ত্রোপচার হলে এখন শয্যাশায়ী অবস্থায় আছেন। তাই আসতে পারেননি। এ তিন অভিযুক্ত ক্রিকেটারের মধ্যে শুধু সাব্বিরেরই সাজা হলো। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ফেসবুকে ভক্তকে গালিগালাজ করায় এ শাস্তি হয়েছে সাব্বিরের। সৈকতের বিরুদ্ধে যৌতুকের মামলা হয়েছে। বিষয়টি যেহেতু আদালতে আছে। তাই আদালতে আগে সমাধান হোক। এরপর বিসিবি যদি দেখে সৈকত দোষী সাব্যস্ত তাহলে বিসিবিও শাস্তি দেবে। তবে এ মুহূর্তে সৈকতকে শুধু সতর্ক করা হয়েছে। শনিবার শুনানি শেষে বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানান। তিনি বলেছেন, ‘ডিসিপ্লিনারির দুটি শুনানি ছিল। এটা আমাদের সিদ্ধান্ত বলব না; সুপারিশ বলব, যা বোর্ড সভাপতি বরাবর দেয়া হবে। সাব্বিরকে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য বোর্ড প্রধানকে সুপারিশ করব। আর মোসাদ্দেককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তাকে সাবধানে চলতে বলা হয়েছে। নাসিরের বিষয়ে কোন শুনানি হয়নি। ভবিষ্যতে তাকে ডাকা হতে পারে। ইনজুরির কারণে সে এমনিতেই খেলার বাইরে।’ সাব্বিরের বেলাতে বারবার এমন ঘটনা ঘটছে। ব্যক্তিজীবনে বিতর্কিত আচরণের জন্যই বেশি আলোচিত সাব্বির। তার বিরুদ্ধে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলাকালে অনুমতি না নিয়ে হোটেল রুমে নারী নিয়ে আসা, মেয়েদের সঙ্গে রাতভর ভিডিও চ্যাটিং, সতীর্থদের সঙ্গে বাকবিতন্ডা, সমর্থককে ফেসবুকে গালিগালাজ করা এবং দর্শক পেটানোর মতো অভিযোগ রয়েছে। এর আগে একাধিকবার আর্থিক জরিমানাসহ ঘরোয়া ক্রিকেটে ছয়মাসের জন্য নিষিদ্ধও হন সাব্বির। কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন। এবার ছয়মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। সাব্বির নাকি এবার অনুতপ্ত। ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘সে অনুতপ্ত। সে ভবিষ্যতে এ রকম কিছু করবে না বলে প্রতিজ্ঞা করেছে। সে অনেক কিছু স্বীকারও করেছে।’ বছরের শুরুতে সাব্বিরকে শাস্তি দেয়া হয়েছিল। এখন তার শাস্তিটা কম কেন? এমন প্রশ্নও উঠল। ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘কম কিভাবে হয়! ছয়মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে। সে কিন্তু এখনও ঘরোয়া ক্রিকেট খেলতে পারেনি (আগের শাস্তির কারণে)। সম্প্রতি ফেসবুকের একটা ঘটনার কারণে তাকে ডাকা হয়েছে। এটা কিন্তু অন্য কোন কারণ নয়। সেখানে সে বলেছে, তার এ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তার যাবতীয় কার্যকলাপকে বিবেচনা করেছি। তাকে সতর্ক করা হয়েছে। তার নতুন শাস্তি হলো, সে ছয়মাস আন্তর্জাতিক দলে খেলতে পারবে না। এই সুপারিশ বোর্ড প্রেসিডেন্টকে পাঠানো হবে। তিনি অনুমোদন দিলে রবিবার থেকেই এটি কার্যকর হবে। আর মোসাদ্দেকেরটা পারিবারিক মামলা। বিচার-বিবেচনা করে আমরা তাকে নির্দেশনা দিয়েছি। তাকে সাবধান করা হয়েছে। ভবিষ্যতে সে যাতে নিজেকে সংযত করে চলে, এ বিষয়ে বলা হয়েছে। এটা যেহেতু বিচারাধীন বিষয়। কোর্ট থেকে যা বলা হবে, সেটাই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।’ সাব্বিরের শাস্তির সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া সম্পর্কেও বলেন মল্লিক, ‘আজকে (শনিবার) সাব্বিরের শুনানি ছিল ফেসবুকের ঘটনাটার কারণে। তার আগের শাস্তি তো এখনও চলছে; ডোমেস্টিকে নিষিদ্ধের। এখন নতুন যা হলো তা ফেসবুকের জন্য; এরজন্য তিন বছরের শাস্তির জন্য আসলে অধিক হয়ে যায়।’ ফেসবুকের জন্যই ছয়মাসের শাস্তি? মল্লিক বললেন, ‘হ্যাঁ। এ কারণেই। তার আগের নানা কারণের জন্য শাস্তি তো তাকে দেয়াই হয়েছিল। এটা নতুন ঘটনার কারণে।’ সে কি ফেসবুকের বিষয়টি স্বীকার করেছে? সাব্বির স্বীকার করেননি বলেই জানান মল্লিক, ‘সে বলেছে হ্যাক হয়েছিল। বাকি কার্যকলাপের বিষয়ে সে কিছু বিষয় স্বীকার করেছে। ওই বিষয়ে তাকে নির্দেশনাও দেয়া হয়েছে।’ একটা শাস্তি শেষ না হতেই আরও একটা শাস্তি দেয়া হয়েছে; ভবিষ্যতে তাকে আরও বড় কোন শাস্তি দেয়া হবে। যদি এইরকমভাবেই চলতে থাকেন। মল্লিক জানান, ‘এতদিন তার শাস্তি ছিল আর্থিক জরিমানা ও ছয়মাস নিষিদ্ধ। এরচেয়ে বড় শাস্তি হলো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। এর সঙ্গে বলা হয়েছে, ভবিষ্যতে এ রকম কিছু ঘটলে তাকে বড় শাস্তি দেয়া হবে। হয়তো তাকে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হতে পারে।’ আগের শাস্তিগুলো বড় হলে সে শোধরাতে পারতো বলে মনে করেন? সাংবাদিকদের মল্লিক বলেন, ‘আগের শাস্তিতে আমরা হিসেব করে দেখেছি সে হয়তো দেড় কোটি টাকার শাস্তি পেয়েছে। কেউ নিজেকে শোধরায়, কেউ শোধরায় না। একটা কথা বলতে পারি, বোর্ড সভাপতি ক্লিয়ারভাবে বলে দিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের শাস্তি কঠোর হবে। যে শাস্তিগুলো দেয়া হচ্ছে তা বোর্ডের আলোচনার আলোকে।’
×