ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পন্ড

প্রকাশিত: ০৪:২৮, ২ সেপ্টেম্বর ২০১৮

শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর  অনুষ্ঠান পন্ড

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১ সেপ্টেম্বর ॥ শনিবার দুপুরে শরীয়তপুরে ছাত্রলীগ কর্মীদের হামলায় বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। এ সময় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জেলা যুবলীগের দফতর সম্পাদক জাহাঙ্গীর মাদবর ও ছাত্রলীগ কর্মী জয়কে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের অন্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শনিবার সকাল ১০ টায় শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর বাড়িতে জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কর্মসূচী শুরু হয়। জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন বলেন, অনুষ্ঠানের মাঝামাঝি সময় ৩০/৪০ জন ছাত্রলীগ-যুবলীগ কর্মী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ধর ধর করে বাড়িতে ঢুকে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন ও সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামসহ ২ শতাধিক নেতাকর্মী ঔই বাড়িতে দুপুর ১ টা থেকে ৩ টা পযর্ন্ত অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসীন মাদবর বলেন, ছাত্রলীগ কর্মীরা কোন হামলা চালায়নি, বিএনপির মধ্যে ২/৩ টি গ্রুপ রয়েছে। গ্রুপিংয়ের কারণে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
×